Logo
Logo
×

বাংলার মুখ

নবীনগরে গুলিতে যুবক আহত

Icon

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নবীনগর পৌর এলাকার কালীবাড়ি মোড় সড়কে শুক্রবার সন্ধ্যায় গুলিতে মো. জালাল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অঙ্কন। আহত জালাল শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রিকশাচালক হেলাল মিয়ার ছেলে। তিনি নবীনগর পৌর এলাকার ৫নং ওয়ার্ডের মাঝিকাড়া গ্রামে ভাড়া থাকেন। গুলিবিদ্ধ জালালের সঙ্গে কথা বলে জানা যায়, হামলাকারীরা পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরার মির্জাচর-বাঁশগাড়ির বাসিন্দা। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ বা কোনো ব্যক্তিগত আক্রোশের জেরে ওই ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সালিশ নিয়ে বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম