Logo
Logo
×

বাংলার মুখ

চারঘাট-বাঘায় বেপরোয়া মাদক সিন্ডিকেট, গডফাদাররা অধরা

পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ

Icon

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর চারঘাট-বাঘার মাদক ব্যবসায়ীরা হয়ে উঠেছে বেপরোয়া। কৌশল পরিবর্তন করে চালিয়ে যাচ্ছে রমরমা বাণিজ্য। এসব মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছে প্রশাসনের কতিপয় অফিসারদের সঙ্গে সখ্য থাকা দালাল সিন্ডিকেট। এসব দালাল মাদক ব্যবসায়ীদের দিচ্ছে অভয়। ফলে বেপরোয়া হয়ে উঠছে তাদের রমরমা মাদক বাণিজ্য।

জানা যায়, রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলা এখন মাদকের রাজ্য। এ দুই উপজেলার প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী গডফাদার রয়েছে সক্রিয়। নিজেরা নিরাপদ আস্তানায় বসে তাদের নিয়োগ করা কর্মীদের দিয়ে চালিয়ে যাচ্ছে কারবার। বিভিন্ন সময় আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে সেসব কর্মীরা আটক হলেও বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে গডফাদাররা। সরেজমিন চারঘাট-বাঘার বিভিন্ন মাদকপ্রবণ এলাকা ঘুরে জানা গেছে এমন তথ্য। চারঘাট-বাঘা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড অন্য উপজেলার থেকে বেশি। সারা দেশের মাদকের সঙ্গে জড়িতদের কাছে এ দুটি উপজেলার পরিচিতি ব্যাপকভাবে।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে পুলিশ বাহিনী অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে। আর এ নিষ্ক্রিয়তার সুযোগে মাদকের গডফাদারররা হয়ে উঠেছে বেপরোয়া। এলাকার পাতি নেতাদের আশ্রয়দাতা হিসাবে মাথার মুকুট করে বেপরোয়াভাবে চালায় মাদক ব্যবসা। এসব মাদক ব্যবসায়ীর পেছনের শক্তিধরদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা না নিলে মাদক বন্ধ করা কঠিন বলে মনে করেন তারা।

সরেজমিন চারঘাট-বাঘার বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, চারঘাট উপজেলার রাওথা, পিরোজপুর, গোপালপুর, মোক্তারপুর, গৌরশহড়পুর, ইউসুফপুর, টাঙ্গন, শলুয়ার হলিদাগাছী স্টেশন, নন্দনগাছী স্টেশন, পুঠিয়ামারী এলাকা মাদক স্পট হিসাবে পরিচিত। এছাড়াও বাঘা উপজেলার মীরগঞ্জ পালপাড়া, ভানুকর, হাবিবুরের মোড়, আতারপাড়া, বারশিপাড়া, হরিরামপুর, আলাইপুর, কেশরপুর, পানিকামরা উল্লেখযোগ্য মাদক স্পট।

উপজেলার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা একসময় খেতে পায়নি। তারা এখন চড়েন দামি গাড়িতে। কিনছেন লাখ লাখ টাকা দিয়ে জমি, মার্কেট, দোকান। এরকম প্রায় ৮-১০ জন মাদক কারবারি রয়েছে যারা এখন কোটি কোটি টাকার মালিক। সীমান্তবর্তী এলাকার মাদক কারবারিদের ক্ষমতার দাপটে অতিষ্ঠ এলাকার মানুষ। সন্ধ্যার পরে এসব মাদক স্পটে প্রতিদিনই আসছে মোটরসাইকেল ও প্রাইভেটকার মাদক সেবন করতে ও নিতে। এ বিষয়ে চারঘাট-বাঘার সার্কেল সহকারী পুলিশ সুপার প্রনব কুমার বলেন, ৫ আগস্টের পর পুলিশ বাহিনীতের একটু ছন্দপতন হয়েছে কথাটি সঠিক নয়। সামনে নির্বাচন, তাই পুলিশের ওপর অতিরিক্ত চাপ পড়েছে। আর মাদক প্রতিরোধে আলাদাভাবে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে তারাই ভালো বলতে পারবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম