কুমিল্লা-২ আসন
নির্বাচনের ঘোষণা জাপার সাবেক এমপি আমিরের
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়া। তিনি তার ফেসবুক আইডিতে নির্বাচনের ঘোষণা দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। তিনি পোস্টে লিখেন, আসসালামু আলাইকুম দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি... পরিশেষে আমি আপনাদের সন্তান হিসাবে দোয়া ও ভালোবাসা চাই। উল্লেখ্য, এই আসনে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে শক্তিশালী না হলেও ২০১৪ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছিলেন আমির হোসেন ভূইয়া।
তিনি ২০২৪ সালেও নির্বাচন করেছিলেন তখন ভোটারদের তেমন সারা পাননি। ১৮ সালের নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন। তবে নির্বাচনের আগ মুহূর্তে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যান তিনি।
