Logo
Logo
×

বাংলার মুখ

বাগেরহাটের তিনটি আসনে এমপি হতে চান সেলিম

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক সংসদ-সদস্য এম এ এইচ সেলিম। সোমবার বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাবার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান। তবে মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসাবে, নাকি কোনো দলের হয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। আসন তিনটি হলো- বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) ও বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ)। বিএনপি থেকে বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে-কে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম