Logo
Logo
×

বাংলার মুখ

কিশোরগঞ্জ-৩ আসন

মনোনয়নপত্র সংগ্রহ করলেন জাপার চুন্নু

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান (আনিসুল-রুহুল) অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সোমবার কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ভাতিজা এ কে এস জামান সম্রাট। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াইল উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরিন।

উল্লেখ্য, ২০২৪ সালে সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (এরশাদ) সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচন করে এমপি হন। ২০২৪ সালে জুলাই বিপ্লবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের দোসর হিসাবে তার নামে একাধিক মামলা হয়। তার নির্বাচনি এলাকা করিমগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিলও করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম