Logo
Logo
×

বাংলার মুখ

গোপালগঞ্জে সাহিত্য পুরস্কার পেলেন ১৯ গুণীজন

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে সৃজনশীল সাহিত্য চর্চা ও বিকাশমান সংস্কৃতি সাধনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে কাশবন সাহিত্য পত্রিকা পুরস্কার ২০২৪ পেয়েছেন ১৯ গুণীজন। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তারিক মনজুরের হাত থেকে তারা এ পুরস্কার গ্রহণ করেন। কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আকমল হোসেন খোকন, অধ্যাপক ড. প্রণব কুমার রায়, জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান সিকদার ও কবি সুরাইয়া খানম। প্রধান বক্তা ছিলেন ঢাকা ফিটস ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি-লেখক ও সম্পাদক ড. গোলাম মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবির হোসেন অনিক ও স্বপ্না ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন-কাশিয়ানীর পিঙ্গুলিয়া মাদ্রাসার শিক্ষক কবি সুলতানুল আলম খান। পুরস্কারপ্রাপ্তরা হলেন-টোকন ঠাকুর, সাদিয়া নাজিম ও প্রয়াত সৌমিত্র দেব, হামীম কামরুল হক, চানক্য বাড়ৈ, গবেষণা ও সৃজনশীল সাহিত্য রচনা মাসুদুল হক, তারেক রেজা, কামরুল হাসান, ঋদ্ধি বন্দ্যোপধ্যায় (কলকাতা), এজাজ ইউসুফী ও নাহিদা আশরাফী, নারীশিক্ষা, সাবরিনা বিনতে আহমেদ, জেবুন্নেসা জেবু, সুহৃদ সাদিক, প্রবীর চক্রবর্তী, ড. রাজিউর রহমান, গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট ও সোনার বাংলা নবীন সংঘ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম