Logo
Logo
×

বাংলার মুখ

ঝিনাইদহে ছাত্রীকে হত্যার পর গাড়িচাপা বলে প্রচার

মামলা নিচ্ছে না পুলিশ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী (সিএসই তৃতীয় বর্ষ) বন্যা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যার পর গাড়িচাপায় নিহতের প্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় হত্যার মামলা নিচ্ছে না পুলিশ। মামলা গ্রহণ নিয়ে শৈলকুপা ও হাইওয়ে থানা পুলিশের মধ্যে রশি টানাটানি চলছে। শৈলকুপা থানার ওসি মো. মাসুম খান জানিয়েছেন, ময়নাতদন্ত ( ডাক্তারি) রিপোর্ট ছাড়া মামলা গ্রহণ করার আইনে কোনো বিধান নেই! অপর দিকে হাইওয়ে থানা ঝিনাইদহের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেছেন, হত্যা মামলা গ্রহণের এখতিয়ার তাদের নেই। এদিকে ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী একটি চক্র বিষয়টি সড়ক দুর্ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন নিহতের চাচাতো ভাই বিপ্লব হোসেন। জানা যায়, বন্যা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর হোসেনের একমাত্র মেয়ে। চার বছর আগে বিয়ে হয় শৈলকুপা উপজেলার পদমদি গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী জিবলুর বড় ছেলে সোহানের সঙ্গে। বিয়ের সময় বন্যা ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী ছিলেন। বাবা জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্যাকে হত্যার পর লাশ সড়কের গাড়ির নিচে ফেলে পিষ্ট করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম