Logo
Logo
×

রাজধানীর খবর

দশম গ্রেড প্রদানসহ ১১ দাবি মেডিকেল টেকনোলজিস্টদের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেড প্রদানসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু, মহাসচিব বিপ্লবুজ্জামান বিপ্লব।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নতুন পদ সৃজন, অতিদ্রুত শূন্য পদে নিয়োগ, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ক্যারিয়ার প্লান বাস্তবায়ন এবং অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন। স্বতন্ত্রভাবে মেডিকেল টেকনোলজিস্ট পরিদপ্তর গঠন। গ্রাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের জন্য নবম গ্রেডের পদ সৃজন এবং সরকারি চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ নিয়োগ বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে। সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে অবিলম্বে পূর্ণাঙ্গরূপে মেডিকেল টেকনোলজি অনুষদ চালু করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম