Logo
Logo
×

রাজধানীর খবর

জাল টাকা চক্রের দুই সদস্য গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ জাল ও নগদ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতাররা হলেন- নূরুল হক ও সাইদুল আমিন। তারা দুজন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন।

জানা গেছে, শনিবার রাতে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন জুড়িয়াটুলী এলাকার একটি বাসায় দুজন ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির সদস্যরা। অভিযানে নূরুল হক ও সাইদুল আমিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুই প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম