দলীয় স্লোগানের এক লাখ বেলুন ওড়ানোর পরিকল্পনা
আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দলীয় স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, গ্রেফতাররা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এছাড়া ১০-১২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ও ঢাকা শহরের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোহাম্মদপুরে গ্রেফতার ৪ : গত ৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেনাবাহিনীর তৎপরতায় ওই ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন-শাওন, তার সহযোগী মোহিম আহমেদ, জুয়েল ও আশিব। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি সামুরাই উদ্ধার করা হয়।
জানা যায়, ঘটনার সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করে সেনাবাহিনী। কিন্তু এর মধ্যেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে শনিবার তারা পুনরায় ঢাকায় ফেরত আসেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ছিনতাইকারী ও তার সহযোগীদের গ্রেফতার করে বছিলা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।
