ঢাকা-১৮ আসন
এস এম জাহাঙ্গীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ-সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে উত্তরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মো. জামির হোসেন। এস এম জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, একজন প্রার্থী হিসাবে আমি শান্তিপূর্ণ ও একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব-এই স্লোগানকে আমরা বিশ্বাস করি।
ঢাকা-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ : ডেমরা প্রতিনিধি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয় (সবুজবাগ) থেকে ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় সংশ্লিষ্ট নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইউসুফ রহমান ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্রটি নেতাকর্মীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ সুমন আনসারী মনা, ব্যবসায়ী সিরাজউদ্দৌলা খোকন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, এএসএম শামীম প্রমুখ।
