দেইল্লায় গৃহস্থালি বর্জ্য জমে বন্ধ খাল
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর দেইল্লায় বাসিন্দাদের ফেলা গৃহস্থালির আবর্জনা জমে বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খাল। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় এ অবস্থা হয়েছে। এই এলাকায় উন্নয়নের ছোঁয়া না লাগায় অপ্রশস্ত কাঁচা সড়কে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে একদিকে যেমন মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা, অন্যদিকে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এমন চিত্র দেখা গেছে রাজধানীর ডেমরা থানাধীন দেইল্লা পশ্চিমপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে উন্নয়নের ছোঁয়া না লাগায় এখানকার হাজারো মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
সরেজমিন দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭০নং ওয়ার্ডের দেইল্লা পশ্চিমপাড়ার প্রায় সব অভ্যন্তরীণ রাস্তা অপ্রশস্ত ও কাঁচা। বৃষ্টি বা কোনোভাবে পানি জমলে কর্দমাক্ত হয়ে পড়ে সড়ক। অবস্থা এতটাই শোচনীয় যে, সরু রাস্তায় একটি রিকশাও ঠিকমতো চলাচল করতে পারে না। এতে সাধারণ মানুষকে প্রতিদিন হেঁটেই চলাচল করতে হচ্ছে। অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশুদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা কোনো যানবাহন এলাকাতে ঢুকতে পারে না। এলাকার অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের খালটি দীর্ঘদিন পরিষ্কার না করায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা খালটিকেই আবর্জনা ফেলার স্থানে পরিণত করেছেন। বর্ষা মৌসুম এলেই জমে থাকা পানিতে পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ, বাড়ছে মশা ও নানা রোগবালাইয়ের ঝুঁকি। ডায়রিয়া, চর্মরোগ ও জ্বরের মতো রোগে আক্রান্ত হচ্ছেন শিশু এবং বয়স্করা। বিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রেও নেই কোনো পরিকল্পিত উদ্যোগ। সন্ধ্যার পর এলাকার বহু অংশ অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাত নামলেই বাড়ছে অপরাধ। স্থানীয় বাসিন্দা মাহাদি হাসান বলেন, সিটি করপোরেশন আমাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স নিচ্ছে, কিন্তু লাইট ছাড়া আর কিছু দেয়নি। নিজস্ব অর্থায়নে কিছু কাজ করলেও তা পর্যাপ্ত নয়। এখানে প্রায় ১০ হাজার মানুষ চরম অবহেলায় বসবাস করছে। ডিএসসিসির অঞ্চল-৮ আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহেব হোসেন বলেন, ডেমরা-যাত্রাবাড়ী এক্সপ্রেসওয়ের সঙ্গে দেইল্লার প্রধান সড়কটি সংযোগ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় জায়গা না ছাড়ায় সড়ক অপ্রশস্ত। তার পরও পর্যায়ক্রমে অভ্যন্তরীণ সড়ক পাকা করা হবে। অন্যান্য নাগরিক সুবিধাও নিশ্চিত করা হবে।
