ঢাকা-১৮ আসন
নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ-সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার দুপুরে উত্তরার আজমপুরে উত্তরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব মো. মান্নান তালুকদার (মাহিন), সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম প্রিন্স, উত্তরা এনসিপি সাত থানার প্রধান সমন্বয়কারী ও যুগ্ম সমন্বয়কারী আমিনী ফেরদৌস, মো. আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, ইব্রাহিম খলিল, মো. সুজন মিয়া, মো. বেল্লাল হোসেন খান, তানজিম জিম, মাসনুন নাফি, মো. হাবিবুর রহমান (প্রিন্স), যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহাতাব খান বাধন, ছাত্রশক্তি নেতা মিনহাজুল ইসলাম ফাহিদ প্রমুখ।
নেতাকর্মীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম হটস্পট উত্তরা। সেদিন উত্তরা থেকেই জনগণ পরিবর্তনের স্বপ্ন নিয়ে গণভবন অভিমুখে রওনা হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছিল।
