Logo
Logo
×

রাজধানীর খবর

কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর কামরাঙ্গীরচরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত এক স্কুল শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার নাম মো. আব্দুল্লাহ আল-রুমান ফকির। সে কামরাঙ্গীরচর সানলাইট কিন্ডারগার্টেন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার ভোর ৫টার দিকে রমনার এ-ওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রুমানের মৃত্যু হয়।

পুলিশ জানায়, শুক্রবার কামরাঙ্গীরচর এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের একপর্যায়ে মো. সাইফুল ইসলাম নামে এক কিশোর ছুরিকাঘাত করলে রুমান গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রমনার এ-ওয়ান হাসপাতালে স্থানান্তর করা হয়।

কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরদিন শনিবার অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ওরফে সাগরকে গেন্ডারিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় রুমানের বাবা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যা মামলা করেছেন। রুমানের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি গ্রামে। তিনি মো. জালাল ফকিরের ছেলে। পরিবারসহ তিনি কামরাঙ্গীরচর ৭ নম্বর গলির একটি ভাড়া বাসায় বসবাস করতেন। রুমানের বাবা পেশায় একজন রিকশাচালক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম