বগুড়ার বাজারে পেঁয়াজের দাম সেঞ্চুরি অতিক্রম করেছে
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ায় পেঁয়াজের দাম বেড়েই চলেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩৫ থেকে ৪৫ টাকা বেড়ে পেঁয়াজের দাম সেঞ্চুরি অতিক্রম করেছে। বর্তমানে কেজিপ্রতি পেঁয়াজ কিনতে লাগছে ১২০ টাকা। এতে করে নিম্নআয়ের মানুষের নাভিশ্বাস উঠেছে। ভুক্তভোগীরা এ জন্য মজুতদার সিন্ডিকেটকে দায়ী করেছেন। তারা বাজার নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বগুড়া শহরের রাজাবাজার ও ফতেহআলী বাজারের ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়ে চলেছে। গত মাসে মুড়িকাটা পেঁয়াজ লাগানো হয়েছে। এছাড়া কয়েক দিন আগে টানা বৃষ্টিপাতের কারণে পেঁয়াজের গাছ পঁচে যায়। এতে ফলন কমে যাওয়ায় বাজারে খুচরা ও পাইকারি পেঁয়াজের দাম বেড়েছে।
শনিবার বগুড়া শহরের রাজাবাজার, ফতেহআলী বাজার, ফুলবাড়ি, কলেজ বাজার, নামাজগড়, সেউজগাড়ি, ফুলতলাসহ বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ ছিল কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকা।
ফতেহআলী বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, প্রতি বছর শীতের শুরুতে পেঁয়াজের কিছুটা সংকট থাকে। গত কয়েকদিন ধরে মোকামে পেঁয়াজের দাম বেড়েছে। তাছাড়া আমদানিও বন্ধ। এসব কারণে খুচরা বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। তিনি আরও বলেন, শিগগিরই আমদানি না হলে পেঁয়াজের দাম আরও বৃদ্ধি পাবে।বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার গৃহবধূ ডালিয়া খাতুন, কাটনারপাড়া সেকেন্দার আলী, টিনপট্টির শাহাদত হোসেন জানান, ৩ থেকে ৪ দিন আগে বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি সর্বোচ্চ ৮০ টাকায় কিনেছেন। শুক্র ও শনিবার বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি দর ৫ থেকে ১০ টাকা কম। অত্যাবশ্যকীয় এই সবজির দাম বৃদ্ধি অব্যাহত থাকায় তাদের ভোগান্তি বেড়েছে। তাদের অভিযোগ, পেঁয়াজ বাজারের নিয়ন্ত্রণ এখন কৃষকের হাত থেকে মজুতদারদের হাতে চলে গেছে।
