Logo
Logo
×

নগর-মহানগর

সাইফুরপুত্রের বক্তব্যে তোলপাড়

পরিবহণ নিয়ে সিলেটের ২ জেলার মালিক শ্রমিকদের আলটিমেটাম

Icon

সংগ্রাম সিংহ, সিলেট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পরিবহণ নিয়ে সিলেটের ২ জেলার মালিক শ্রমিকদের আলটিমেটাম

সিলেটের হবিগঞ্জের পরিবহণ ব্যবসায়ীদের নিয়ে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানপুত্র এম নাসের রহমানের বক্তব্য ঘিরে তোলপাড় চলছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। এ নিয়ে দুই জেলার পরিবহণ মালিক শ্রমিকরা এখন মুখোমুখি অবস্থানে। দুপক্ষের দ্বন্দ্ব অবসানের বদলে চলছে চ্যালেঞ্জ, আলটিমেটাম। এ কলহে জড়িয়ে পড়েছেন রাজনীতিকরাও।

হবিগঞ্জের পরিবহণ ব্যবসায়ীরা ৬ নভেম্বর এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও মৌলভীবাজার তিন আসনের প্রার্থী এম নাসের রহমান শ্রীমঙ্গল-সিলেট বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ্যে যা বলেছেন তা মুখে আনার মতো নয়। তিনি বলেছেন, ‘হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইতর।’ এছাড়াও তিনি বলেন, ‘হবিগঞ্জের বাস মৌলভীবাজারের ওপর দিয়ে চলতে দেবেন না।’ ওই সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে চলাচল করার জন্য একটি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম নাসের রহমান।

তবে এ ব্যাপারে নাসের রহমান যুগান্তরকে বলেন, আমি তো হবিগঞ্জবাসীকে কোনো আপত্তিকর কথা বলিনি। আমি বলেছি, মাত্র গুটিকয়েক পরিবহণ মালিক-শ্রমিককে। সেটাকে তারা সর্বজনীন রূপ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, পরিবহণ মালিক-শ্রমিকদের অনেকের বিবেচনাবোধের বড় অভাব। যুগ যুগ ধরে আমার মৌলভীবাজারের বুকের ওপর দিয়ে তারা পরিবহণ ব্যবসা করছেন, কিন্তু হবিগঞ্জ-সিলেট পরিবহণ বলে প্রচার করেন। একটিবারও হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট এটা বলেন না। এছাড়া এ রুটে তাদের অনুমোদন আছে মাত্র ৮-১০টি গাড়ির। অথচ চলাচল করে ৫০-৬০টি গাড়ি। তাছাড়া অধিকাংশ গাড়ির ফিটনেসও নেই। আর জেলায় একটি স্টপেজ দেওয়া নিয়ম থাকলেও, তারা সেখানে তিনটি স্টপেজ দিয়ে যাত্রী নামায়, উঠায়। এসব বিষয়ে আমার কথা বলা তারা সহ্য করতে পারেননি। উলটো চ্যালেঞ্জ করে, হুমকির সঙ্গে আলটিমেটাম দেয়!

নাসের রহমানের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল যুগান্তরকে বলেন, হবিগঞ্জবাসীকে নিয়ে কটাক্ষ, আপত্তিকর বক্তব্য ও মৌলভীবাজার দিয়ে গাড়ি চলতে দেওয়া হবে না-এমন বক্তব্য চরম ক্ষোভের সঞ্চার করেছে। শুধু আমরা নই, হবিগঞ্জবাসীর চাপে আমরা আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। ৫১ বছর ধরে হবিগঞ্জ-সিলেট রুটে আমাদের পরিবহণ ব্যবসা। মোট ১১৬টি বিরতিহীন বাস চলে প্রতিদিন। আমাদের সব গাড়িই ব্র্যান্ডের। আন্তঃজেলা পরিবহণে ২০ কিলোমিটার অন্তর অন্তর স্টপেজ। আমরা সেই নিয়মেই পরিবহণ পরিচালনা করছি। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আমাদের শ্রদ্ধার পাত্র। তার পুত্র নাসের রহমানও আমাদের গৌরব। মূলত তিনি নন, কিছু নব্য পরিবহণ ব্যবসায়ী তাদের নতুন পরিবহণ চালুর আগে নাসের রহমানকে ভুল তথ্য দিয়ে, বিভ্রান্ত করে এমন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

এ ব্যাপারে কথা বলতে মৌলভীবাজার বিএনপির সদস্য সচিব ও পরিবহণ মালিক নেতা রিপনের ফোনে বারবার কল ও খুদে বার্তা পাঠালে তিনি সাড়া দেননি। তবে অন্য পরিবহণ শ্রমিকরা জানিয়েছেন, তারা হবিগঞ্জের পরিবহণ মালিক-শ্রমিকদের কর্মকাণ্ড ও অশোভন আচরণের প্রতিবাদে রোববার মৌলভীবাজারে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম