চট্টগ্রামে প্রথম সমাবেশ আজ
নির্বাচনের আগে জোটের শক্তি জানান দিতে চায় ৮ দল
আহমেদ মুসা, চট্টগ্রাম
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে আজ জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশ। এতে বিপুল লোক সমাগমের মাধ্যমে জোটের শক্তি জানান দিতে চায় দলগুলো। সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগের ১১ জেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন বলে জানা গেছে। সমাবেশ সফল করতে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়েও দফায় দফায় প্রস্তুতি সভা করে জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো। লালদীঘির ময়দানে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ৮ ইসলামি দলের সমন্বয়ে গঠিত জোটের চট্টগ্রামে প্রথম সভা এটি। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে এই সমাবেশ থেকেই আগামী নির্বাচনের বৈতরণী পার হওয়ার গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। উত্থাপন করা হবে ৫ দফা দাবিও।
প্রধান দাবি হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, আওয়ামী লীগের গণহত্যা ও দুর্নীতির বিচার এবং আওয়ামী লীগের সব অপকর্মের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
সমাবেশের ডাক দেওয়া আট দলের মধ্যে রয়েছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
আট দলের নেতারা জানান, সমাবেশে আট দলের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির সরওয়ার কামাল আজিজী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। জামায়াতের একাধিক সূত্র জানায়, চট্টগ্রামের প্রতিটি উপজেলা থেকে প্রয়োজনীয়সংখ্যক বাসের ব্যবস্থা করা হয়েছে। প্রতি ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর তিনটি করে বাস ও জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি বাস লালদীঘির সমাবেশের জন্য ভাড়া করা হয়েছে। চালকদের সকাল সাড়ে ৯টার মধ্যে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ যুগান্তরকে জানান, ‘আমাদের (আট দলের) এটি প্রথম সমাবেশ। সমাবেশের মাঠ ও মঞ্চসহ সবকিছু প্রস্তুত করা হয়েছে। সমাবেশে পাঁচ দফা দাবি ও নির্বাচন প্রাধান্য পাবে। ৫ দফা দাবি আদায়ে সমমনা ইসলামি দলগুলোর যে ঐক্য গড়ে উঠেছে আগামী নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকে সবার কাছে সেই ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হবে।’
