অন্তর্বর্তী সরকারের ফের ক্ষমতায় থাকার সুযোগ নেই: মান্না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ অন্যরা -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকার ছলচাতুরী করে আবারও ক্ষমতায় থাকার সুযোগ নেই। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন, নির্বাচন ছাড়া বিকল্প নেই। নির্বাচন হতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই অন্তর্বর্তী সরকার ছলচাতুরী করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।
তিনি বলেন, যতগুলো রাজনৈতিক দল আছে, তারা তো নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করছে না। এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক। আগেভাগে ধরে নিচ্ছি নির্বাচন হবে এবং তার ভিত্তিতেই আমাদের এগিয়ে যেতে হবে।
মাহমুদুর রহমান মান্না বলেন, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, কিন্তু ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মানা ছাড়া তাদের কোনো পথ নেই। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।
