Logo
Logo
×

নগর-মহানগর

গুলিবিদ্ধ হাদিকে দেখতে পরিবার ঢাকায়, গ্রামের বাড়িতে চুরি

শ্বশুরবাড়িতে কান্নার রোল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে পরিবারের সদস্যরা যখন ঢাকায়, তখন তার ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার পৈতৃক বাসায় চুরি হয়েছে। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। চোরের দল ওই বাসার দক্ষিণ দিকের একটি জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের স্টিল আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় বলে জানান প্রতিবেশী জান্নাতি। এদিকে হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জে চলছে কান্নার রোল। প্রতিনিধিদের পাঠানো খবর-

নলছিটি (ঝালকাঠি) : প্রতিবেশী জান্নাতি বলেন, ওই বাসার চাবি আমার কাছেই ছিল। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তার স্বজনরা শুক্রবার বিকালেই ঢাকায় চলে যান, তাই ওই বাসা খালি ছিল। শনিবার সকালে ঘুম থেকে উঠে শুনি ওই বাসায় চুরি হয়েছে। আমি ওই বাসায় গিয়ে দেখি জানালা ভাঙা দরজার সামনে টাকা পড়ে ছিল। খবর পেয়ে হাদির বড় বোন মাহবুবা বাসায় এসে দেখেন স্টিলের আলমারি খোলা, টাকা ও স্বর্ণ নেই। তবে কী পরিমাণ টাকার মালামাল চুরি হয়েছে তিনি তা নিশ্চিত করতে পারেননি।

আরেক প্রতিবেশী রিয়াজ হোসেন বলেন, ভোর ৫টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হই। এ সময় টর্চ লাইট জ্বালিয়ে দেখি আমার বাসার নারকেল গাছের পাশে একটি লাল ব্যাগ ও দুটি ছেলেকে দেখতে পাই। আমি চোর চোর বলে চিৎকার করলে তারা দৌড়ে পালিয়ে যায়। শহিদুল ইসলাম নামে আরেক প্রতিবেশী বলেন, শুনেছি হাদির বাসা জ্বালিয়ে দেওয়া হবে। এ জন্য আমরা আতঙ্কে আছি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

হাদির বড় বোন ফাতেমা বেগম (মাহবুবা) সাংবাদিকদের বলেন, ভোরে প্রতিবেশী জান্নাতি জানায়, বাবার বাসায় চুরি হয়েছে। সেখানে আমার ছোট বোন মাসুমা থাকত। আমার ভাই গুলিবিদ্ধ খবর পেয়ে সবাই ঢাকা চলে যায়। তারা প্রতিবেশী জান্নাতির কাছে বাসার চাবি দিয়ে যায়। রাতে বাসা খালি ছিল। খবর পেয়ে বাসায় গিয়ে দেখি আলমারি খোলা। ভেতরের কাপড়চোপড়, স্বর্ণালংকার ও কিছু টাকা নিয়ে গেছে চোরেরা। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও পুলিশ হাদির বাসায় যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে আমি সরেজমিন গিয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।শুক্রবার দুপুরে রাজধানীতে শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুলিটি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার শেষে খুলি খোলা রেখে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

বাবুগঞ্জ (বরিশাল) : শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার শ্বশুরবাড়িতে কান্নার রোল চলছে। হাদি ২০২০ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের প্রতাবপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবেয়া শম্পাকে বিয়ে করেন। তার একটি ছেলে সন্তান রয়েছে। গুলির খবর পেয়ে হাদির শাশুড়ি শাহানাজ বেগম ও শ্যালক কাইয়ুম হোসেন দ্রুত ঢাকায় চলে যান। এর আগে প্রতিবেশীরা হাদির শ্বশুরের বাসায় ছুটে আসেন। তাদের সান্ত্বনা দেন। এ সময় হাদির শ্বশুর সুলতান আহমেদ কান্নারত অবস্থায় বলেন, হাদি কখনো মিথ্যা কথা বলত না। সে অন্যায়কে কখনো প্রশ্রয় দিত না, সে একজন প্রতিবাদকারী। ঢাকা-৮ আসন থেকে নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার কারণে তাকে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গুলি করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম