Logo
Logo
×

নগর-মহানগর

বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী আজ

Icon

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী। তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের একজন। ১৯৭১ সালের এই দিনে তিনি চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। ১৯৪৯ সালের ৮ মার্চ বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে (বর্তমানে জাহাঙ্গীরনগর) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আব্দুল মোতালেব ও মাতা সাফিয়া খাতুন। তিনি ১৯৬৪ সালে এসএসসি ও ১৯৬৬ সালে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত অবস্থায় ১৯৬৭ সালের ৩ অক্টোবর ১৫তম শর্টসার্ভিস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৬৮ সালের ২ জুন তিনি ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন্ড লাভ করেন। ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তানের কারাকোরাম এলাকায় ১৭৩ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নে ক্যাপ্টেন হিসাবে যোগ দেন তিনি। একই বছরের ৩ জুলাই শিয়ালকোট সীমান্ত দিয়ে পালিয়ে এসে যোগ দেন স্বাধীনতা যুদ্ধে। মুক্তিযুদ্ধে লে. কর্নেল নুরুজ্জামানের নেতৃত্বাধীন ৭ নম্বর সেক্টরের মোহদিপুর সাব-সেক্টরের কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় তাকে। চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে পাক বাহিনীর বিরুদ্ধে ১৯৭১ সালের ১২ ডিসেম্বর শতাধিক মুক্তিযোদ্ধাকে নিয়ে অবস্থান নেন মহানন্দা নদীর ওপারে বারঘরিয়ায়। ১৪ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের নিয়ে মহানন্দা পার হয়ে পাক বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন। স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে জানা যায়, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা তীরে শত্রুবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছেন। পরদিন সহযোদ্ধারা লাশ উদ্ধার করে তার শেষ ইচ্ছা অনুযায়ী শিবগঞ্জের সোনামসজিদ চত্বরে দাফন করেন। স্বাধীন বাংলাদেশ সরকার তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত করে। বরিশালের বাবুগঞ্জে শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেক্রেটারি আমানুল্লাহ খান নোমান বলেন, প্রতিবছর বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে এ সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম