রাজশাহীতে জোটের আশা এনসিপির, অসম্ভব বলছে বিএনপি-জামায়াত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ১১ মাস আগে প্রার্থী ঘোষণা করে প্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী। ৩ নভেম্বর বিএনপিও ছয়টি আসনে মনোনয়ন ঘোষণা করে। তবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এখনো কোনো আসনেই প্রার্থী ঠিক করতে পারেনি। ৩০ অক্টোবর দলটি রাজশাহী মহানগর কমিটি ও ২৯ নভেম্বর জেলা কমিটি ঘোষণা করে। এরপর থেকে অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন এনসিপির দুই কমিটির নেতারা। পালটাপালটি সংবাদ সম্মেলন করে পরস্পরের বিরুদ্ধে বিষোদগার করেছেন তারা। কেউ কেউ পদত্যাগ করেছেন। কাউকে কাউকে শোকজ করা হয়েছে। ফলে তারা এখনো নির্বাচনমুখী কর্মকাণ্ডে মনোযোগী হতে পারেননি।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নিয়ে রাজশাহীর ছয়টি আসনের ভোটারদের মাঝে আলোচনা থাকলেও এনসিপি নিয়ে আলাপ নেই। তবে এনসিপি নেতারা বলছেন, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্ভাব্য নির্বাচনি জোট গঠনের বিষয়টি কেন্দ্রীয়ভাবে আলোচনার পর্যায়ে রয়েছে। তারা আশা করছেন, বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোট হলে রাজশাহীর একটি বা দুটি আসন এনসিপিকে ছেড়ে দেওয়া হতে পারে।
শুক্রবার এনসিপির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, দলের কেন্দ্রীয় পর্যায়ে বিএনপি ও জামায়াতের যে কোনো একটি দলের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হচ্ছে বলে শুনেছি। হয়তো এ কারণে এনসিপি রাজশাহীর আসনগুলোতে এখনো দলীয় প্রার্থী ঘোষণা করছে না। আমি নিজেও রাজশাহী-৪ (বাগমারা) আসনে দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করলেও নির্বাচন করব কিনা সেই সিদ্ধান্ত এখনো নিইনি। দল চাইলে নির্বাচন করব।
এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক মোবাশ্বের আলী রাজশাহী-২ (মহানগর) আসনে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি মহানগর এলাকায় ইতোমধ্যে সীমিত পরিসরে গণসংযোগ ও প্রচার শুরু করেছেন। এনসিপির এই নেতাও জানান, বিএনপি বা জামায়াতের সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ে জোটবদ্ধ নির্বাচনের আলাপ-আলোচনা রয়েছে বলে জেনেছেন। এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু জানান, এনসিপির সঙ্গে বিএনপির জোট হওয়ার কোনো আলোচনা হয়েছে কিনা সেটা তিনি জানেন না। জোট হলেও রাজশাহীর কোনো আসন এনসিপিকে ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। এটাকে তিনি অসম্ভবই মনে করেন। মিনু বলেন, রাজশাহীর প্রতিটি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জিতবে-এটা দিনের আলোর মতো স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী মহানগর জামায়াতের এক নেতা জানান, এনসিপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনের আলোচনা হয়েছে কিনা-তা দায়িত্বশীলরা তাদেরকে জানাননি। রাজশাহীর প্রতিটি আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থী আছে এবং জয়ের সম্ভাবনাও ব্যাপক। সেক্ষেত্রে এনসিপিকে কোনো আসন ছেড়ে দেওয়ার বিষয়টি অসম্ভব। এদিকে দলীয়ভাবে বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, জোটের আলোচনা সফল না হলে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন প্রার্থী খুঁজছে এনসিপি। আগামী তিন-চারদিনের মধ্যে রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করবে দলটি।
