Logo
Logo
×

নগর-মহানগর

যমুনা ফিউচার পার্ক

‘হুর’ ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট উদ্বোধন

Icon

সাংস্কৃতিক রিপোর্টার

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

‘হুর’ ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট উদ্বোধন

যমুনা ফিউচার পার্কে বৃহস্পতিবার কেক কেটে ফ্যাশন ব্র্যান্ড ‘হুর’ আউটলেট উদ্বোধন করছেন বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, অভিনেত্রী জয়া আহসান, যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সারীয়াত তাসরীন সোনিয়া, সুমাইয়া রোজালিন ইসলাম, শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, জাকির হোসেন ও মেহনাজ ইসলাম -যুগান্তর

আমরা সবাই কমবেশি ফ্যাশন সচেতন। যারা ফ্যাশন সচেতন, তারা সব সময় চেষ্টা করেন পোশাকে, চলনে-বলনে নিজেকে পরিপাটি রাখতে। নিজের একটা ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে। নারীরা এদিক থেকে সব সময় এগিয়ে। তবে পুরুষরাও পিছিয়ে নেই। দেশে প্রতিবছর ফ্যাশন সচেতন একদল নারী-পুরুষ তাদের পছন্দের মানসম্মত লন, কুর্তা, দোপাট্টা, পাঞ্জাবি, কাবলি কিনতে দেশের বাইরে বিশেষ করে ভারত, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের নানা দেশে গিয়ে থাকেন। কষ্ট করে এখন আর তাদের সেসব জায়গায় যেতে হবে না। তাদের চাহিদা পূরণ করতে দেশে এসেছে পোশাকের ব্র্যান্ড ‘হুর’। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিংমল যমুনা ফিউচার পার্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘হুর’। এর বিশাল আউটলেটে থাকছে উচ্চমানসম্পন্ন নানা পোশাকের বাহার।

বৃহস্পতিবার বিকালে যমুনা ফিউচার পার্কে এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘হুর’-এর আউটলেট উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে এর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও যমুনা গ্রুপের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। দেশবরেণ্য দুই অভিনেত্রী জয়া আহসান ও অপু বিশ্বাসকে সঙ্গে নিয়ে এই আনন্দ আয়োজনে আরও ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সারীয়াত তাসরীন সোনিয়া, সুমাইয়া রোজালিন ইসলাম, শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, জাকির হোসেন ও মেহনাজ ইসলাম। এ সময় হুরের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম সবাইকে স্বাগত জানান।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, দেশের মানুষের মধ্যে অনেকেই ভারত, পাকিস্তান বা মধ্যপ্রাচ্যে গিয়ে পোশাক কেনেন। আমরা চাই দেশের টাকা দেশেই থাকুক। তরুণ-তরুণীরা যেসব মানসম্মত পোশাকের খোঁজ বাইরে গিয়ে করেন, তারা এখন সে ধরনের পছন্দসই পোশাক এখানেই পাবেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি বলেন, ‘হুর’ হল বিশ্বের মাঝে হুর পরী। হুর যে রকম একটা সুন্দর, সুন্দরের প্রতীক, ঠিক সে রকমই এখানে অনেক ধরনের পোশাক আছে। এখানে ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, বাচ্চাদের পোশাক- সব রয়েছে। বাংলাদেশের এই ‘হুর’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। কারণ আমরা বিদেশে গেলে সেখান থেকে কাপড় নিয়ে আসি। আমাদের বাংলাদেশের টাকা বিদেশে দিয়ে দেই, রেমিটেন্স ওভাবে আমরা আনতে পারি না। আমি মনে করি, বাংলাদেশের একমাত্র ‘হুর’ই বিশ্বের মাঝে ছড়িয়ে যাবে।

জয়া আহসান বলেন, দেশেই যদি আন্তর্জাতিকমানের পোশাক পাওয়া যায়, তাহলে আর বিদেশে কেন। আমি ঘুরে দেখেছি ‘হুর’-এর পোশাকগুলো সত্যিই মানসম্মত। ‘হুর’র পোশাক ছড়িয়ে পড়ুক সারা দেশে এটাই প্রত্যাশা। অপু বিশ্বাস বলেন, আমাদের অনেকেরই সময় থাকে না নিজের মনের মতো করে একটি পোশাক বানিয়ে নেয়ার। সেই জায়গায় ‘হুর’ সুন্দরভাবে রুচিম্মতভাবে মানসম্মত পোশাক নিয়ে এসেছে। সবচেয়ে বড় কথা ‘হুর’ আমাদের ব্র্যান্ড। অনুষ্ঠানে জানানো হয়, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক হুর- এই ধারণাই ‘হুর’-এর নাম দিতে উদ্দীপনা জুগিয়েছে। হুর শুরুতে নারীদের লন দিয়ে যাত্রা শুরু করেছে। এখানকার পোশাকের মধ্যে আরও রয়েছে শিপন থ্রি-পিস, শিপন দোপাট্টা, সিল্ক দোপাট্টা, স্ট্যান্ড অ্যালোন দোপাট্টা, স্ট্যান্ড অ্যালোন কুর্তিজ, স্ট্যান্ড অ্যালোন ট্রাউজার। ছেলেদের পোশাকের মধ্যে রয়েছে পাঞ্জাবি, কাবলি। আরও রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য হাতে তৈরি জুতা।

‘হুর’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম