Logo
Logo
×

নগর-মহানগর

ভোলায় নতুন বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং পরীক্ষা শুরু

চার প্ল্যান্টে দৈনিক উৎপাদন ৫৭৪.৫ মেগাওয়াট

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ভোলা বোরহানউদ্দিনে নতুন স্থাপিত ২২০ মেগাওয়াট কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্টের (বিদ্যুৎ কেন্দ্র) কমিশনিং পরীক্ষা আজ শুরু হচ্ছে। শিগগিরই শুরু হবে উৎপাদন। এ নিয়ে ৪টি প্ল্যান্ট থেকে দৈনিক উৎপাদনের পরিমাণ দাঁড়াবে ৫৭৪.৫ মেগাওয়াট বিদ্যুৎ। বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করে নতুন বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেড। ভারতীয় টাটা গোষ্ঠীর সাপর্জি পালংজি কোম্পানির সহযোগিতায় নতুন বিদ্যুৎ বাংলাদেশ গঠিত হয়।

এদিকে নতুন বিদ্যুৎ কেন্দ্রটিতে গ্যাস সংযোগ (আরএমএস) দেয়া হয়েছে। শুক্রবার কোম্পানির পরিচালক মহাপাত্র সিনহা যুগান্তরকে জানান, শিগগিরই এই প্ল্যান্টে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। আজ থেকে প্ল্যান্টের ভেতরে নিয়মিত কমিশনিং পরীক্ষা শুরু হবে। এর আগে পরীক্ষামূলক কাজগুলো করা হয়।

সুন্দরবন গ্যাস সরবরাহকারী কোম্পানির ম্যানেজার ওয়ালিউল ইসলাম চৌধুরী জানান, ১২ সেপ্টেম্বর ওই বিদ্যুৎ প্ল্যান্টে গ্যাস সংযোগ দেয়া হয়। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পরিদর্শনে আসেন সুন্দরবন গ্যাস সরবরাহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির উদ্দিনসহ একটি টিম। তিনি সাংবাদিকদের জানান, এই প্ল্যান্টের জন্য ৩০০ পিএইচআই চাপে দৈনিক ৩৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর আগে ভোলার বোরহানউদ্দিনে স্থাপিত হয় ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ও ৯৫ মেগাওয়াট এগিকো রেন্টাল প্ল্যান্ট। এছাড়া জেলা সদরে স্থাপিত হয় রেন্টাল ৩৪.৫ মেগাওয়াট প্ল্যান্ট। এসব প্ল্যান্টে দৈনিক উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ৩৫৪.৫ মেগাওয়াট। নতুন প্ল্যান্ট থেকে যুক্ত হবে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ।

নতুন বিদ্যুৎ প্ল্যান্টের দুটি অংশ থাকছে। গ্যাস সংকট দেখা দিলে ডিজেল সিস্টেমে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে জানান কোম্পানি পরিচালক। সুন্দরবন কোম্পানির ডেপুটি ম্যানেজার অলিউর রহমান জানান, ভোলার ৭টি গ্যাস কূপের মধ্যে দুটির উৎপাদিত গ্যাস দিয়েই চলছে পাওয়ার প্ল্যান্টগুলো। বর্তমানে জেলার চাহিদা রয়েছে ৯০ মেগাওয়াট বিদ্যুৎ। অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এখানে ব্যাপক হারে শিল্পকারখানা স্থাপনের সুযোগ রয়েছে বলে জানান ভোলার চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলু।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম