শান্তর ভাগ্যবদলের গল্প
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নাজমুল হোসেন শান্ত এখন সবার চোখের মণি। গত টি ২০ বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ রান করার পর ওয়ানডেতেও পেলেন রানের দেখা। কিন্তু এই রানে ফেরাটা এত সহজ ছিল না। ঝরাতে হয়েছে অনেক ঘাম। নেটে শুধু নিজের ঘামই ঝরাননি শান্ত, মস্তিষ্কের অলিগলিতেও বিস্তর কাজ করেছেন। নিজের মানসিকতা নিয়েও কাজ করেছেন তিনি। একটা সময় ট্রল হওয়া শান্ত এবার প্রশংসিত হচ্ছেন পারফরম্যান্সের জন্য। নিন্দুকের জবাব দিচ্ছেন রান করে। বাংলাদেশ ক্রিকেটে শান্ত এখন ভরসার নাম। পরিসংখ্যান বলে সেই পরিবর্তনের গল্প।
ওয়ানডে ক্রিকেটে ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৫ ইনিংসে তিনি রান করেছেন মাত্র ২১০। গড় ১৪ এবং স্ট্রাইক রেট ৬০ এর নিচে। এ বছর এখন পর্যন্ত আট ইনিংসে ৪০৮ রান। গড় ৫০ এর চেয়েও বেশি।
স্ট্রাইক রেট ৮৮.৮১।
টি ২০তেও একই চিত্র। আন্তর্জাতিক টি ২০তে ১৭ ইনিংসে ৩৮৪ রান তার। গড় ২৪ এবং স্ট্রাইক রেট ১০৮.১৬। এ বছর আন্তর্জাতিক টি ২০র ছয় ইনিংসে ১৬৪ রান। অপরাজিত তিন ইনিংসে। ১২১.৪৮ স্ট্রাইক
রেটে গড় ৫৪.৬৬।
২০২৩ সালে ঘুরে যেতে শুরু করেছে শান্তর ভাগ্যের চাকা। ওয়ানডে বিশ্বকাপের বছরে তার এমন পারফরম্যান্স বাংলাদেশের জন্য অপরিহার্য। তাই তো দেশ ছাপিয়ে শান্ত-বন্দনা এখন ক্রিকেটবিশ্বেও। রমিজ রাজা, ওয়াসিম আকরাম, হার্শা ভোগলে- সবাই মেতেছেন শান্ততে। বলছেন তিনিই ভবিষ্যতের তারকা টাইগার।
