Logo
Logo
×

সম্পাদকীয়

গাড়িচালকের পাহাড়সম সম্পদ

প্রশ্নবিদ্ধ সুশাসন ও ক্ষমতার অপব্যবহার

Icon

সম্পাদকীয়

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাড়িচালকের পাহাড়সম সম্পদ

চট্টগ্রামে এক সামান্য গাড়িচালক (ড্রাইভার) হাসমত আলীর বিপুল সম্পদের মালিক হওয়ার যে খবর গতকাল যুগান্তরে প্রকাশিত হয়েছে, তা সুশাসনের দুর্বলতা এবং ক্ষমতার অপব্যবহারের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। যে প্রতিষ্ঠানে তিনি গাড়িচালক হিসাবে কাজ করেন, সেই প্রতিষ্ঠান যখন হাজার কোটি টাকার ঋণভারে জর্জরিত, তখন সেখানকার এক কর্মচারী কী করে সরকারি জমি দখল করে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ করেন, সেই প্রশ্ন জনমনে আলোড়ন সৃষ্টি করেছে।

এই ঘটনা কেবল একজন ব্যক্তির অবৈধ সম্পদ অর্জনের উদাহরণ নয়, এটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রতিবেদনে দেখা যাচ্ছে, একসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসাবে দলীয় প্রভাব খাটিয়ে তিনি সরকারি জমি দখল করেছেন, মার্কেট তৈরি করেছেন, সম্পদের পাহাড় গড়েছেন। তার নিজের নামে ‘হাসমত আলী মার্কেট’ গড়ে তোলা এবং বছরের পর বছর সরকারি জায়গা থেকে ভাড়া আদায় করে যাওয়া প্রমাণ করে যে, সংশ্লিষ্ট প্রশাসন এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ হয় চোখ বন্ধ রেখেছিল, নতুবা তার অবৈধ কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদদ দিয়েছে।

সবচেয়ে উদ্বেগজনক দিকটি হলো, সরকার পতনের পর যখন তার মতো বহু নেতা এলাকা ছেড়েছেন, তখন হাসমত আলী রাতারাতি জামায়াতে ইসলামীর ‘সহযোগী সদস্য’ সেজে অস্তিত্ব রক্ষার চেষ্টা করছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, অথচ প্রশাসন তার টিকিটিও স্পর্শ করতে পারছে না। এটি আইনের শাসন এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গভীর সন্দেহ সৃষ্টি করে।

ক্ষমতাসীন দলের প্রভাবকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার হিসাবে ব্যবহার করে কিভাবে একজন সাধারণ মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, হাসমত আলী তার জ্বলন্ত প্রমাণ। এ ধরনের ঘটনা প্রমাণ করে, দুর্নীতির শিকড় সমাজের গভীরে প্রোথিত এবং তা ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে কেবল পোশাক পালটায়, কিন্তু তার অপকর্মের ধারা অব্যাহত থাকে।

জনগণের প্রত্যাশা, এ ঘটনাকে কেবল ব্যক্তিগত দুর্নীতির মামলা হিসাবে না দেখে এর পেছনের মূল হোতাদের এবং প্রশাসনিক গাফিলতির কারণ উদ্ঘাটন করা হবে। হাসমত আলীর মতো ‘সৌভাগ্যবান’ গাড়িচালকরা যে অশুভ চক্রের অংশ, তাকে চিহ্নিত করা এবং অর্জিত সব অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা জরুরি। অন্যথায়, সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার কেবল কাগুজে বাগাড়ম্বরেই পরিণত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম