হাদি হত্যাচেষ্টায় কোটি টাকার মিশন
এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নিন
সম্পাদকীয়
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদির ওপর হামলা এবং হামলায় জড়িতদের দেশত্যাগের অভিযোগের ঘটনায় এটাই স্পষ্ট যে, চাঞ্চল্যকর হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকেই জড়িত। তা না হলে হাদির ওপর হামলাকারী এত সহজে দেশত্যাগ করতে পারত না।
তদন্তসংশ্লিষ্ট দায়িত্বশীল এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বুধবার যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওসমান হাদিকে হত্যার লক্ষ্যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার প্রাথমিক তথ্য মিলেছে। শুটার ফয়সালের বাসা থেকে বেশকিছু চেকও উদ্ধার করা হয়েছে। ওইসব চেকে ফয়সালের স্বাক্ষর রয়েছে।
জানা যায়, আলোচিত এ মিশন সফল করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি দল। হত্যাচেষ্টা থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করেছে তারা। কেউ অর্থ জোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হওয়া-সবই ছিল পরিকল্পনার অংশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধান, তথ্যপ্রযুক্তি ও গ্রেফতার আসামিদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এসব তথ্য পেয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। জানা যায়, ওসমান হাদিকে গুলি করার পর আগারগাঁওয়ে বোনের বাসায় যান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ। সেখানে ব্যাগভর্তি অস্ত্র (ব্যাগের ভেতর পাঁচটি অস্ত্র ছিল।) ফয়সাল তার বাবার কাছে বুঝিয়ে দিয়ে সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখকে নিয়ে পালিয়ে যান ময়মনসিংহের উদ্দেশে।
এদিকে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসার নিচ থেকে হত্যাচেষ্টায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের ২টি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তার দেওয়া তথ্য থেকে জানা যায়, ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মিশন বাস্তবায়নের জন্য ফয়সালের চুক্তি করা টাকার চেক এগুলো।
গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, আলোচিত ও চাঞ্চল্যকর এ হামলার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অনেকেই জড়িত। আমরা মনে করি, এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা জড়িত-তাদের সবাইকে দ্রুত আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে কোনো অপরাধী দেশের নিরাপত্তা বলয় ভেদ করে যাতে নির্বিঘ্নে পার পেতে না পারে, এটাও নিশ্চিত করতে হবে। এসব লক্ষ্য অর্জনে যা যা করণীয়, সবই করতে হবে।
