যুগান্তরকে এনসিপি নেতা সালেহীন
জোট বাঁধার রাস্তা খোলা আছে
এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার রাস্তা খোলা আছে। এ নিয়ে আলোচনা চলছে। আলোচনার মধ্য দিয়েই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত আসবে। শুক্রবার যুগান্তরকে এ তথ্য জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। তিনি বলেন, ‘যেসব দল সংস্কারের পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করছে তাদের সঙ্গে জোট করার ব্যাপারে আমরা ইতিবাচক আছি।’
নির্বাচন সামনে রেখে এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ (জেএসডি) বেশ কয়েকটি রাজনৈতিক দল মিলে একটি নির্বাচনি জোট গঠনের চেষ্টা চলছে। বুধবার মধ্যরাতে দলগুলোর নেতাদের মধ্যে বৈঠক হয়। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশনে ‘জোটের আত্মপ্রকাশ’ হওয়ার কথা ছিল। তবে কিছু ইস্যুতে মতবিরোধের কারণে বৈঠকে সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়নি বলে জানা গেছে।
জোটবদ্ধ হতে চায় এমন একটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় এক নেতা যুগান্তরকে বলেন, ‘এনসিপি খুব কৌশলে এগোচ্ছে। জোট গঠন ইস্যুতে দলটির অভ্যন্তরে আলোচনা চলছে। আবার দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা বিএনপির সঙ্গেও আলোপ-আলোচনা করছেন। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি আসনে তারা বিএনপির সঙ্গে সমঝোতায় যাওয়ার চেষ্টা করছেন।’ এ বিষয়ে মুশফিক উস সালেহীন বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ চলমান আছে। কথাবার্তা হচ্ছে।’
এদিকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের নির্বাচনে অংশ নেওয়ার খবর গণমাধ্যমে এসেছে। এজন্য তারা পদত্যাগও করবেন বলে জানা গেছে। বিষয়টি ইতোমধ্যে মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। সূত্র জানায়, তারা বিএনপির ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।
এ প্রসঙ্গে সালেহীন বলেন, ‘গণ-অভ্যুত্থানে সামনের সারির অন্যতম নেতা হিসাবে-ওনাদের সিদ্ধান্তের প্রতি আমাদের শুভকামনা থাকবে। তবে ওনারা যদি আমাদের দলে আসতে চান, ওয়েলকাম জানাব।’

