Logo
Logo
×

প্রথম পাতা

দেশজুড়ে অষ্টম দিনেও ধর্ষণবিরোধী বিক্ষোভ

যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ গড়তে হবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

যেখানেই ধর্ষক সেখানেই প্রতিরোধ গড়তে হবে

ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে সোমবার অষ্টম দিনেও বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, মা-বোনের ইজ্জত রক্ষায় যেখানেই ধর্ষক, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আবেগকে কাজে না লাগিয়ে বিবেককে কাজে লাগানো দরকার। অন্ধবিশ্বাস পরিত্যাগ করা আর সত্যের সংগ্রামে অগ্রসর হওয়া উচিত। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘সাংস্কৃতিক সমাবেশের’ আয়োজন করে বামপন্থী ছাত্র সংগঠনগুলো। এতে ধর্ষণ ও নিপীড়নবিরোধী নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে সমাবেশে অংশ নেয় উদীচী, চারু সাংস্কৃতিক কেন্দ্র, বটতলা, মাভৈ সংগীত গোষ্ঠী, সমগীত প্রভৃতি সাংস্কৃতিক সংগঠন। এ সময় ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি সম্পর্কে ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী বলেন, ধর্ষণ ও নিপীড়নের মতো বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরি ও এসব রোধের জন্য আমাদের এ কর্মসূচি।

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আজকে যে সিদ্ধান্ত হয়েছে, সেটা আমাদের দাবি নয়। সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যে গণআন্দোলন সৃষ্টি হয়েছে, সেটাকে ব্যাহত করার জন্য সরকার এরকম পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, আমাদের যে নয় দফা দাবি ছিল, তার মধ্যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছিল না। আমাদের দাবি ছিল ধর্ষণের যে আইন আছে, তা বাস্তবায়ন করা। পাশাপাশি সাক্ষ্য আইনের ১৫৫ এর চার ধারায় বর্ণিত বিষয়গুলো বাদ দেওয়া। নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতে না পারলে ধর্ষণ কখনও রোধ করা যাবে না। সন্ধ্যা ৭টার দিকে সাংস্কৃতিক সমাবেশ সমাপ্ত হয়। টানা কর্মসূচির অংশ হিসেবে আজ চলচ্চিত্র উৎসব, ১৪ অক্টোবর নারী সমাবেশ ও ১৫ অক্টোবর ঢাকায় ধর্ষণবিরোধী সাইকেল র‌্যালি করবে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।

জেএসডির কর্মসূচি : হত্যা-ধর্ষণ ও অপশাসনের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। সোমবার শাহবাগ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতারা বলেন, হত্যা, খুন, ধর্ষণ ও দুর্নীতির বন্যায় দেশ আজ প্লাবিত হয়ে ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে। সরকারের আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা দুর্বৃত্তদের ছোবলে সমগ্র জাতি ক্ষতবিক্ষত। মানববন্ধনে জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কামাল উদ্দিন পাটোয়ারী, সা কা ম আনিসুর রহমান খান, অ্যাডভোকেট কেএম জাবের, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘নোয়াখালীর বেগমগঞ্জসহ সারা দেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে এটা শুধু এক বা একাধিক নারীকে ধর্ষণ নয়। বাংলাদেশের গণতন্ত্রকেই ধর্ষণ করা হয়েছে।’ দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণহীন। কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে ‘নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে’ চট্টগ্রাম মহানগর নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবিতে নগরীর ওয়াসা মোড়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচি দুপুর ২টায় শেষ করা হয়। বিকালে নগরীর চেরাগি পাহাড় মোড় এলাকায় ‘ধর্ষণ বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালন করা হয়।

বরিশাল : বরিশালে প্রতীকী লাশ নিয়ে মানববন্ধন করা হয়েছে। বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল ব্লাড ডোনারস ক্লাবের সদস্যরা এ কর্মসূচি পালন করে। একই স্থানে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সিলেট : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মানববন্ধন করে শাহজালাল সিটি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলে।

দিনাজপুর : কারমাইকেল কলেজের আদিবাসী ছাত্রী রুখিয়া রাউৎ ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসী শিক্ষার্থীরা। দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আদিবাসী বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাইবান্ধা : গাইবান্ধা জাতীয় নারী জোটের জেলা শাখার আয়োজনে গাইবান্ধা ডিবি রোডের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অঙ্গসংগঠন ‘জাতীয় নারী জোট’ সকালে মাগুরায় মানববন্ধন করেছে। দুপুর ১২টায় মাগুরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নারী জোটের দুই শতাধিক নারীকর্মী অংশ নেন।

ঝালকাঠি : ঝালকাঠিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

গাজীপুর : গাজীপুর মহানগর যুব সংহতির মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

ডামুড্যা (শরীয়তপুর) : মানববন্ধন ও ধর্ষণবিরোধী সভা করেছে ডামুড্যা উপজেলা ‘যুগান্তর স্বজন সমাবেশ’। সোমবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ডামুড্যা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

গৌরীপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এছাড়া হবিগঞ্জের মাধবপুর, রাজশাহীর বাঘা, জয়পুরহাটের কালাই, কুষ্টিয়ার ভেড়ামারা, মৌলভীবাজারের কমলগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, রাজবাড়ীর বালিয়াকান্দি, গোপালগঞ্জের কোটালীপাড়া ও সিলেটের গোলাপগঞ্জ প্রতিনিধি ধর্ষণবিরোধী বিক্ষোভ ও মানববন্ধনের প্রতিবেদন পাঠিয়েছেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম