ক্ষোভ-শোক প্রতিবাদে ফুঁসছে সারা দেশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশের মানুষের
প্রার্থনায় ছিল মাগুরার ৮
বছরের সেই শিশুটি। ধর্ষকের
নির্মমতা থেকে ছোট্ট দেহটি
সেরে উঠবে-এমনই আশা
ছিল সবার। কিন্তু তা আর হলো
না। একরাশ অভিমান, সবার জন্য লজ্জা-গ্লানি আর অভিযোগ রেখে
শিশুটি পাড়ি জমিয়েছে না
ফেরার দেশে। তার মৃত্যুর খবরে
ক্ষোভ-শোক ও প্রতিবাদে
ফেটে পড়েছে মানুষ। বৃহস্পতিবার দিনভর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, মোমবাতি প্রজ্বালন ও গায়েবানা জানাজাসহ
নানা কর্মসূচি পালন করেন তারা।
এ সময় অতি দ্রুত
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।
এদিকে
শিশুটির মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ
করেছেন। এক বিবৃতিতে বিএনপি
মহাসচিব বলেন, এই ঘটনা সবাইকে
নাড়িয়ে দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত শিশুটির খোঁজখবর নেন, আইনি সহায়তার
জন্য আইনজীবী নিয়োগ দেন। তিনি বলেন,
প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের
ঘটনা ক্রমেই বেড়ে চলেছে এবং
এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি নারী ও
শিশুদের নিরাপত্তার জোর দাবি জানান।
বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর
রহমানও গভীর শোক প্রকাশ
করেছেন। এক বিবৃতিতে তিনি
বলেন, শিশুটি ইতিহাসের করুণ সাক্ষী হয়ে
সারা দেশকে কাঁদিয়ে চলে গেল। আল্লাহ
তাকে একান্ত প্রিয় হিসাবে কবুল করুন, আমিন।
তিনি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ৯০ দিনের মধ্যে
কার্যকরের দাবি জানান।
গভীর
শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ
বাবুনগরী ও মহাসচিব মাওলানা
সাজেদুর রহমান। এক বিবৃতিতে তারা
শিশুটির খুনি ও ধর্ষকদের
দৃষ্টান্তমূলক প্রকাশ্য বিচার দাবি করেছেন।
ইসলামী
আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ
মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাইর পির) গভীর শোক
প্রকাশ করে তার শোকাহত
পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জাতীয়
নাগরিক পার্টি-এনসিপি শিশুটির আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ
করে। শিশুটিকে ধর্ষণ-হত্যাসহ সব ধর্ষণ, নারী
নিপীড়ন ও নির্যাতনের ঘটনায়
জড়িত অপরাধীদের অতিদ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানায় দলটি।
ধর্ষণবিরোধী
মঞ্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে
ক্ষোভ জানিয়ে বলে, আজ শোকসন্তপ্ত
হৃদয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, শিশুটির
হত্যার ন্যায়বিচার আমরা প্রতিষ্ঠা করব।
সামাজিক
যোগাযোগমাধ্যমেও বইছে শোক, ক্ষোভ
আর প্রতিবাদের ঝড়। সব শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় ধর্ষক
ও তাদের সহায়তাকারীদের দ্রুত বিচার কার্যকর করার দাবি জানান।
বিচার ও শাস্তির দাবিতে
ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এনসিপি মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক
(উত্তরাঞ্চল) সারজিস আলম। বিদ্রোহী কবি
কাজী নজরুলের একটি লেখা ফেসবুকে
শেয়ার করে প্রতিবাদ জানিয়েছেন
জনপ্রিয় ব্যান্ড মাইলসের গিটারিস্ট ও গায়ক হামিন
আহমেদ। সেখানে লেখা, ‘পশুর মতো সংখ্যাগরিষ্ঠ
হইয়া বাঁচিয়া আমাদের লাভ কী, যদি
আমাদের গৌরব করিবার কিছুই
না থাকে।’
মিরপুরে
বিক্ষোভ : বেলা সাড়ে ৩টায়
মিরপুর ১০ নম্বর গোলচত্বর
থেকে কয়েকশ শিক্ষার্থী ও জনতা ধর্ষকের
বিচার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি
মিরপুর ২ নম্বর মডেল
থানার সামনে এসে শেষ হয়।
শরিয়া
আইনে ধর্ষণের বিচার দাবি : নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক
শাস্তি নিশ্চিতের পাশাপাশি শরিয়া আইনে ধর্ষণের বিচারের
দাবি জানিয়েছেন নারী অধিকার আন্দোলনের
সভানেত্রী ও বাংলাদেশ সরকারের
প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতাজ মান্নান।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এ দাবি
জানান।
জবিতে
ধর্ষণবিরোধী বিতর্ক প্রদর্শনী : সারা দেশে অব্যাহত
ধর্ষণ ও নারী নিপীড়নের
বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া হিসাবে প্রদর্শনী বিতর্ক আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক
ভবনের নিচে এ বিতর্কের
আয়োজন করা হয়। বিতর্কের
মোশন ছিল-এই সংসদ
মনে করে, আইনি কাঠামোর
দুর্বলতাই ধর্ষণ বৃদ্ধির প্রধান কারণ।
ঢাবিতে
গায়েবানা জানাজা ও কফিন মিছিল
: সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতীকী
কফিন মিছিল নিয়ে ঢাবির রাজু
ভাস্কর্যের সামনে আসেন ধর্ষণবিরোধী মঞ্চের
ব্যানারে একদল শিক্ষার্থী। এ
সময় ‘ধর্ষকদের কালো হাত ভেঙে
দাও গুঁড়িয়ে দাও,’ উই ওয়ান্ট জাস্টিস,’
ইত্যাদি স্লোগান দেন তারা। এর
আগে তারা ভিসি চত্বরে
শিশুটির গায়েবানা জানাজা পড়েন। এ ছাড়া রাজু
ভাস্কর্যের সামনে থেকে ছাত্র-জনতার
ব্যানারে একটি মশাল মিছিল
বের হয়।
বরিশালে
প্রতিবাদ : সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে
ঢাকা-বরিশাল মহাসড়কে ধর্ষণ-হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ
শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে ধর্ষণবিরোধী মঞ্চ বরিশাল।
কুমিল্লায় মোমবাতি প্রজ্বালন : শিশুটির স্মরণে শহরের পূবালী চত্বরে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করেছে ধর্ষণবিরোধী ছাত্র সমাজ। এছাড়া ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে তারা।
