Logo
Logo
×

বিচ্ছু

জাল সনদে ভেজাল শিক্ষা

Icon

লেখা: মাহবুবুর রশিদ, আঁকা : কাওছার মাহমুদ

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জানিস, আমাদের মনা স্যার নাকি এতদিন জাল সনদ দিয়ে শিক্ষকতা করেছেন!

তাই নাকি! কিন্তু এতদিন যে বেত দিয়া আমাদের পিঠাইছিলেন সেইটা তো একদম খাঁটি! এখনও শরীর ব্যাথা করে!

জানেন তো, জাল সনদে চাকরি করলে শাস্তিস্বরূপ বেতনের সব টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হয়?

সমস্যা কী? যেহেতু সনদ জাল ছিল, তাই ফেরতটাও ভাবছি জাল টাকা দিয়ে দেব!

আপনাদের এতজন শিক্ষক জাল সনদ দিয়ে শিক্ষকতা করছেন, বিষয়টা চরম লজ্জার, জানেন তো?

লজ্জা কেন ভাই! শুনেন, দশে মিলি করি কাজ, হারি-জিতি নাহি লাজ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম