ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর
দেশি পণ্য বিদেশি বলে বিক্রি করা কি জায়েজ?
আব্দুস সালাম, বংশাল, ঢাকা
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রশ্ন : আমি একজন আমদানিকারক। অনেক সময় বিদেশ থেকে পণ্য আমদানি করতে বিলম্ব হলে, দেশি পণ্য বিদেশি পণ্য বলে বিক্রি করে দেই। আর যদি ক্রেতাকে দেশি পণ্য বলি তাহলে তারা তা ক্রয় করে না। এমতাবস্থায় মিথ্যা বলে পণ্য বিক্রি করা কি জায়েজ?
উত্তর : মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করা মহাপাপ। মহানবী (সা.) বলেছেন, ‘তিন ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি।’ বর্ণনাকারী বলেন, ‘রাসূল (সা.) ওই বাক্যগুলো তিনবার বললেন।’
আবুযার বললেন, ‘তারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক! তারা কারা? হে আল্লাহর রাসূল!’ তিনি বললেন, ‘(লুঙ্গি কাপড়) পায়ের গাঁটের নিচে যে ঝুলিয়ে পরে, দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে।’ (মুসলিম)
তিনি বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তির মাল না হক আত্মসাৎ করার জন্য মিথ্যা কসম খাবে, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে, যখন তিনি তার ওপর ক্রোধান্বিত থাকবেন। অতঃপর এর সমর্থনে আল্লাহ আজজা অজাল্লার কিতাব থেকে রাসূলুল্লাহ (সা.) এ আয়াত পড়ে শুনালেন, ‘যারা আল্লাহর প্রতিশ্রুতি ও নিজের শপথ স্বল্পমূল্যে বিক্রি করে, পরকালে তাদের কোনো অংশ নেই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে (দয়ার দৃষ্টিতে) চেয়ে দেখবেন না, তাদের পরিশুদ্ধ করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।’ (আলে ইমরান ৭৭ আয়াত, বুখারি ও মুসলিম।)
পরন্ত মিথ্যা বলে বা মিথ্যা কসম খেয়ে ধোঁকা দিয়ে পণ্য বিক্রি করা অসদুপায়ে অন্যের মাল হরণ করার শামিল। আর আল্লাহ বলেছেন, ‘হে বিশ্বাসীরা! তোমরা একে অন্যের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করো না। তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসার মাধ্যমে (গ্রহণ করলে তা বৈধ)।
(নিসা-২৯।)
সুতরাং মিথ্যা বলে পণ্য বিক্রি করা অর্থ হারাম হিসাবে সাব্যস্ত হবে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহর আদালতে এজন্য ভয়াবহ আজাবের মোকাবিলা করতে হবে। আল্লাহ আমাদের মাফ করুন। আমিন

