Logo
Logo
×

আইটি বিশ্ব

মহাকাশে চীনা নভোচারীদের বারবিকিউ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সবজি চাষ, গবেষণা আর নানা পরীক্ষার সীমা পেরিয়ে এবার মহাকাশেই চলছে বারবিকিউ পার্টি! চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনের নভোচারীরা প্রথমবারের মতো মাইক্রোগ্রাভিটিতে মুরগির ডানা ও স্টেক গ্রিল করে ইতিহাস গড়েছেন। এই ‘কসমিক কুকিং’-এর মূল রহস্য এক অভিনব ওভেন, যা ধোঁয়াহীন, অবশিষ্টাংশমুক্ত এবং পুরোপুরি নিরাপদ।

আকারে প্রায় একটি এয়ার ফ্রায়ারের মতো এ যন্ত্রটি ১৯০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে যা কেবল গরম করা নয়, বরং আসল রান্না সম্ভব করেছে কক্ষপথে। চীনের নভোচারী গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের উপ-প্রধান ডিজাইনার লিউ ওয়েইবো বলেন, ‘এটি বিশ্বের প্রথম বাস্তব মহাকাশযোগ্য ওভেন। এখন নভোচারীরা সত্যিকারের রান্না করতে পারছেন।’ নভোচারী উ ফেই-এর ভাষায়, রান্না করা মুরগির ডানাগুলো ‘রং, ঘ্রাণ ও স্বাদে একেবারেই নিখুঁত-যা শূন্য মাধ্যাকর্ষণে রন্ধনশিল্পের এক নতুন অধ্যায় খুলে দিল। গবেষকরা জানাচ্ছেন, এই ওভেনে ব্যবহৃত উচ্চতাপমাত্রার ক্যাটালাইসিস ও বহুস্তর ফিল্ট্রেশন প্রযুক্তি ধোঁয়াকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে, ফলে মহাকাশের সীমিত পরিবেশেও নিরাপদ রান্না সম্ভব হচ্ছে। চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইতোমধ্যেই লেটুস, টমেটো ও আলুর মতো ফসল চাষে সফল হয়েছে তিয়ানগং।

এবার সেই ফসলের স্বাদও নভোচারীরা পেতে যাচ্ছেন নিজেদের হাতে রান্না করে। অর্থাৎ, কক্ষপথে এখন শুধু বৈজ্ঞানিক পরীক্ষা নয়, রন্ধনশিল্পও উড়ছে মহাকাশযানের সঙ্গে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম