গেম
আবারও পেছাল জিটিএ সিক্স
আইটি ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বজুড়ে কোটি গেমপ্রেমীর প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স (জিটিএ ৬)-এর মুক্তি আবারও পিছিয়েছে। প্রকাশক ও ডেভেলপার রকস্টার গেমস জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী গেমটি প্রকাশ পাবে ২০২৬ সালের ১৯ নভেম্বর। আগে নির্ধারিত ছিল ২০২৬ সালের ২৬ মে। অর্থাৎ, গেমটির উন্মোচন ছয় মাস পিছিয়ে গেল। রকস্টার গেমস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘আমরা জানি এ অপেক্ষা কঠিন, তবে অতিরিক্ত সময় আমাদের গেমটি আরও নিখুঁত করতে সাহায্য করবে।’ প্রতিষ্ঠানটির দাবি, গেমের মান, প্রযুক্তিগত পরিপূর্ণতা এবং খেলোয়াড়দের প্রত্যাশা পূরণ নিশ্চিত করতেই এ সময় বাড়ানো হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো পেছান হলো জিটিএ সিক্সের মুক্তি। ২০২৩ সালের ডিসেম্বরে প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই গেমটি নিয়ে উন্মাদনা ছড়ায়। সেই ট্রেলারটি ইউটিউবে এখন পর্যন্ত দেখা হয়েছে ২৬ কোটি ৮০ লাখ বার, যা ভিডিও গেম ট্রেলার হিসাবে এক রেকর্ড। তখন ২০২৫ সালে মুক্তির কথা বলা হলেও, নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। পরে ২০২৬ সালের মে মাসকে লক্ষ্য করে পরিকল্পনা করা হলেও, এবার সেই তারিখও বদলে গেল।
গেম বিশেষজ্ঞদের মতে, জিটিএ সিক্সের মুক্তি পেছানো পুরো ভিডিও গেম শিল্পের সময়সূচিতে প্রভাব ফেলতে পারে। অনেক বড় গেম প্রকাশক, বিশেষ করে সনি ও ইনসমনিয়াক গেমস, তাদের নতুন টাইটেল ‘মার্ভেলস উলভারিন’-এর মুক্তির সময় পরিবর্তন করতে পারে যাতে জিটিএর সঙ্গে বাজারে সংঘাত না হয়।
যদিও দীর্ঘ অপেক্ষা গেমপ্রেমীদের হতাশ করছে, রকস্টার গেমস আশ্বস্ত করেছে, অতিরিক্ত এই সময় গেমটিকে করবে আরও বাস্তবধর্মী, বিশাল ও প্রযুক্তিগতভাবে বিপ্লবী। তাই ভক্তদের আশা, এই অপেক্ষার শেষ হবে এক অনন্য গেমিং অভিজ্ঞতার মধ্য দিয়ে।
