Logo
Logo
×

আইটি বিশ্ব

প্রযুক্তি নীতিতে পরিবর্তনের ইঙ্গিত

মামদানির সঙ্গী লিনা খান

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিউইয়র্কের নব নির্বাচিত মেয়র জোহরান মামদানি তার প্রশাসনে প্রযুক্তি ও করপোরেট নীতি সংস্কারে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন। এ পরিবর্তনের কেন্দ্রেই রয়েছেন মার্কিন প্রযুক্তি নীতি দুনিয়ার পরিচিত মুখ লিনা খান, যিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)-এর চেয়ার ছিলেন। মামদানির ট্রানজিশন কমিটির কো-চেয়ার হিসাবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হয়েছে লিনা খানের। তার সঙ্গে আরও আছেন গ্রেস বোনিলা, মারিয়া টরেস-স্প্রিংগার ও মেলানি হার্জোগ।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে, মামদানির প্রশাসনের মূল ফোকাস হবে ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি কোম্পানিগুলোর ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করা। বড় প্রযুক্তি কোম্পানির লুকানো ফি, ডেটা অপব্যবহার ও প্রতিযোগিতাবিমুখ নীতি বন্ধের ওপর জোর দিচ্ছেন তিনি। এফটিসির চেয়ার থাকাকালে লিনা খান গুগল, অ্যামাজন ও মেটার মতো কোম্পানির বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট তদন্ত চালিয়ে আলোচনায় আসেন। তিনি প্রযুক্তি খাতে একচেটিয়া ব্যবসা ভাঙা, ভোক্তা সুরক্ষা ও স্বচ্ছ অ্যালগরিদমিক প্রক্রিয়া প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। এখন মামদানির সঙ্গে তার এ জোটকে অনেকে দেখছেন ‘টেক পলিসিতে নিউইয়র্ক মডেল’ তৈরির সম্ভাবনা হিসাবে যেখানে স্মার্ট সিটি, ডেটা প্রাইভেসি, স্বচ্ছ ই-গভর্নেন্স ও ছোট টেক স্টার্টআপের বিকাশে নতুন নীতি চালু হতে পারে।

সংবাদ সম্মেলনে লিনা খান বলেন, ‘নিউইয়র্ক এখন এমন এক শহরে পরিণত হচ্ছে যেখানে করপোরেট প্রযুক্তি নয়, নাগরিকরাই নীতির কেন্দ্রে থাকবে।’ জোহরান মামদানি ও লিনা খানের এই অংশীদারত্ব নিউইয়র্কে প্রযুক্তি খাতের স্বচ্ছতা, প্রতিযোগিতা ও গণমুখী ডিজিটাল নীতি প্রতিষ্ঠার নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম