Logo
Logo
×

আইটি বিশ্ব

গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট হবে এক ক্লিকে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নতুন ফিচার নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফরম গুগল। এ ফিচারের মাধ্যমে এক ক্লিকেই থেকে মুছে দেওয়া যাবে সার্চ হিস্ট্রি। ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এ ফিচার চালু করা হয়েছে বলে এক ব্লগপেস্টে বলেছে গুগল। ‘কুইক ডিলিট’ ফিচারের মাধ্যমে সর্বশেষ ১৫ মিনিট ধরে যে বিষয়গুলো সার্চ করা হয়েছে, সেগুলো মুছে দেওয়া সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের যে কয়েকটি প্ল্যাটফরম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় কাজ করছে, তার মধ্যে অন্যতম হলো গুগল ও ফেসবুক। এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের জানুয়ারিতে ব্যবহারকারীদের জন্য ‘ক্লিয়ার হিস্ট্রি’ বাটন আনে ফেসবুক। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে আসা চাপ এবং ব্যবহারকারীর চাহিদার দিকে খেয়াল রেখেই এমন ফিচার চালু করেছিল। তবে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষায় এগিয়ে রয়েছে গুগল।

যেভাবে কুইক ডিলিট কাজ করবে : নতুন ফিচারটির মাধ্যমে গুগলে ১৫ মিনিটের সার্চ দেওয়া বিষয় এক ট্যাপেই মুছে দেওয়া সম্ভব। অ্যাকাউন্ট লগ-ইন করে প্রথমে গুগল অ্যাকাউন্ট প্রোফাইলে ক্লিক করতে হবে। এতে একটি ড্রপডাউন মেন্যু দেখা যাবে। পরবর্তী ধাপে ‘ডিলিট লাস্ট ফিফটিন মিনিটস’ বাটনটি ক্লিক করলেই সর্বশেষ ১৫ মিনিটের সার্চ হিস্ট্রি মুছে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম