Logo
Logo
×

আইটি বিশ্ব

মেটার ভার্চুয়াল মুদ্রা ‘জাক বাকস’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নতুন ডিজিটাম মুদ্রা নিয়ে কাজ করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। নিজস্ব ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা ‘ডিয়েম’ প্রচলনের পরিকল্পনা ভেস্তে গেলেও ডিজিটাল লেনদেন খাত নিয়ে হাল ছাড়েনি প্রতিষ্ঠানটি। ফেসবুক কর্মীরা অভ্যন্তরীণভাবে নতুন ভার্চুয়াল মুদ্রাকে প্রতিষ্ঠাতা-কাণ্ডারি মার্ক জাকারবার্গের নামের সঙ্গে মিল রেখে ‘জাক বাকস (Zuck Bucks)’ ডাকছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যানশিয়াল টাইমস। কথিত ‘জাক বাকস’ ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কম। ‘বরং, মেটা কোম্পানি থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ইন-অ্যাপ টোকেনের দিকে ঝুঁকছে,’ বলে প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যানশিয়াল টাইমস।

এক্ষেত্রে শিশুদের গেইমিং প্ল্যাটফরম ‘রোব্লক্স’-এ প্রচলিত ‘রোবাকস’ মুদ্রার লেনদেন কার্যক্রমের সঙ্গে কথিত ‘জাক বাকস’-এর মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে। ‘রোবাকস’-এর বিক্রয়কেন্দ্রিক বড় ব্যবসা গড়ে তুলেছে রোব্লক্স। মেটা সম্ভবত একই ধরনের আর্থিক সাফল্যের প্রত্যাশা করছে। তবে, ব্লকচেইন পণ্য ভাবনা থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েনি মেটা। প্রতিষ্ঠানটি ফেসবুকে এনএফটি পোস্ট ও শেয়ারের প্রযুক্তি যাচাই করে দেখছে বলে খবর রটেছে সাম্প্রতিক সময়ে। মে মাসের মাঝামাঝি সময়ে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের পরিকল্পনা করেছে মেটা।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম