Logo
Logo
×

আইটি বিশ্ব

টুইটারে স্প্যাম অ্যাকাউন্ট ৫ শতাংশের কম : সিইও

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাইক্রব্লগিং সাইট টুইটারে স্প্যাম অ্যাকাউন্ট সংখ্যা মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম বলে জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার কথা জানিয়ে পরে আবার চুক্তি স্থগিত করেন বিশ্বের শীর্ষ ধনকুবের ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। সে সময় মাস্ক জানতে চান প্ল্যাটফরমটিতে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আসলে কত? তারই পরিপ্রেক্ষিতে পরাগ আগারওয়াল স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের কম বলে জানান।

একটি টুইটার বার্তায় মাস্ক বলেছেন, ‘টুইটার এসইসির কাছে যে তথ্য জমা দিয়েছে, সে তথ্যকে সত্য ধরে নিয়ে আমি টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলাম। গতকাল টুইটারের প্রধান নির্বাহী জনসম্মুখে ৫ শতাংশের চেয়ে কম স্প্যাম অ্যাকাউন্ট থাকার বিষয়ে প্রমাণ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি এ প্রমাণ না দেওয়া পর্যন্ত চুক্তির আলোচনা সামনে এগুতে পারে না।’ মাস্ক জানান, তার ধারণা, প্ল্যাটফরমটিতে স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা কমপক্ষে ২০ শতাংশ।

সোমবার এক সম্মেলনে বক্তব্য রাখার সময় মাস্ক আগের উল্লেখিত দামের চেয়ে কম দামে টুইটার কেনার ইঙ্গিত দেন। তিনি জানান, যেমন দাবি করা হয়েছিল, বাস্তবে যদি কোনো কিছু সেই দাবির চেয়েও নিুমানের হয়, তা হলে নিশ্চয়ই আপনি এক দাম দিতে রাজি হবেন না। টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগারওয়াল টুইট করে জানান, গত চতুর্থ ত্রৈমাসিকে টুইটারের স্প্যাম অ্যাকাউন্টের সংখ্যা ৫ শতাংশের ‘বেশ নিচেই’ আছে। ভুয়া অ্যাকাউন্টের ব্যবস্থাপনা নিয়ে মাস্কের সমালোচনার জবাবে তিনি এ টুইট দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম