|
ফলো করুন |
|
|---|---|
বহুলপ্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো (জিটিএ) সিক্স সময়মতো আসছে না। গেমটির প্রকাশক রকস্টার গেমস জানিয়েছে, ২০২৫ সালে নয়, নতুন সময়সূচি অনুযায়ী ২০২৬ সালের মে মাসে এটি উন্মুক্ত করা হবে। এ ঘোষণা আসার পর থেকেই ভক্তদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। জিটিএ সিক্স নিয়ে আগ্রহের যেন শেষ নেই। ভক্তরা ১০ বছরেরও বেশি সময় ধরে গেমটির অপেক্ষায় আছেন। বিশ্লেষকরা বলছেন, মুক্তির পরপরই এটি হতে পারে আরেকটি বড় সাফল্যের নাম। উল্লেখ্য, এর আগের সংস্করণ জিটিএ ফাইভ ২০১৩ সালে প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত ২০ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে। এটি ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক বিক্রীত ভিডিও গেম। রকস্টার গেমস এক বিবৃতিতে জানায়, ‘ভক্তদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে। তাই আমরা গুণমান নিয়ে কোনো আপস করব না। তাদের প্রত্যাশা পূরণে অতিরিক্ত সময় নিচ্ছি’। ২০২৩ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় জিটিএ সিক্সের প্রথম ট্রেলার। ৯০ সেকেন্ডের এ ট্রেলারটি প্রকাশের পরপরই ১০ কোটির বেশি বার দেখা হয়। এতে দুটি প্রধান চরিত্র ও লিওনিডা নামের ফ্লোরিডা-অনুপ্রাণিত একটি কল্পিত শহরের ঝলক দেখা যায়।
বিশ্বব্যাপী ভিডিও গেম বাজারে জিটিএ সিক্সকে ঘিরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাজার বিশ্লেষকরা। যদিও মুক্তি পেছানোয় তাৎক্ষণিক প্রভাব কী হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে বিশেষজ্ঞদের মতে, ২০২৫ সালেও অনেক বড় গেম বাজারে আসবে, যার প্রভাবে গেমিং শিল্পে উত্তেজনা বজায় থাকবে।
