Logo
Logo
×

যুগান্তরের বিশেষ আয়োজন

প্রযুক্তিতে এগিয়ে দেশি এসি

কোল্ড প্লাজমা টেকনোলজি মানসিক অবসাদ দূর করে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তিতে এগিয়ে দেশি এসি

দিন যত এগোচ্ছে বিদেশি এসির সঙ্গে প্রযুক্তি আর উদ্ভাবনে পাল্লা দিচ্ছে দেশি এসি। কারণ এয়ারকন্ডিশনার (এসি) এখন শুধু শীতাতপ যন্ত্র নয়; বরং এটি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুস্থ থাকার একটি ইলেকট্রনিক্স পণ্য। তাই বাংলাদেশি ভোক্তাদের পছন্দসই বাহারি ডিজাইন, বিদ্যুৎ সাশ্রয়ী এবং স্মার্ট সব ফিচার আনছে দেশি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যমুনা, ওয়ালটন, ইলেক্ট্রো মার্ট (গ্রী), ভিশন ও এলিটের (মিডিয়া) মতো প্রতিষ্ঠান এখন গবেষণা ও উদ্ভাবনে প্রচুর অর্থ খরচ করছে। ফলে দেশি এসি ভোক্তাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।

বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, যমুনা ইলেকট্রনিক্সের সব এসি ৫ডি ও এআই (আর্টিফিসিয়াল) ইনভার্টার প্রযুক্তিতে তৈরি। যমুনার স্মার্ট ইনভার্টার এসিতে রয়েছে পিএম ২.৫ ফিল্টার। যার হাই প্রেশার আয়োনাইজেশন এবং ন্যানো কোল্ড ইলেকট্রনিক্স ডাস্ট কালেক্টিং টেকনোলজি ঘরের ভেতর থাকা ক্ষুদ্রতম (২.৫ মাইক্রোনসের নিচে) ধূলিকণা পরিশোধন করতে পারে, যা বাতাসের বিশুদ্ধতা নিশ্চিত করে। যমুনা এসির কোল্ড প্লাজমা টেকনোলজি মানসিক অবসাদ দূর করে, শরীরের প্রাণচাঞ্চল্য বৃদ্ধি করে। একইসঙ্গে এতে ভিটামিন সি ফিল্টার রয়েছে। এ কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। ত্বক থাকে সতেজ ও সুরক্ষিত। এ ছাড়া যমুনা এসিতে সিলভার আয়ন ফিল্টার এবং ডিজার্মিং ফিল্টার বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া প্রতিরোধ করে এবং ঘরের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। যমুনা এসিতে ‘সেলফ ক্লিনিং টেকনোলজি’ থাকায় রিমোটে মাত্র একবার ক্লিন বাটনে চাপ দিলে এসির ইভাপোরেটে জমে থাকা ধূলিকণা ও দুর্গন্ধ দূর হয়। শক্তিশালী এন্টিভাইরাস ফিল্টার ভাইরাস প্রতিহত করে এবং তৃতীয় ইউভিসি লাইট ৯৯ শতাংশ ভাইরাসকে ধ্বংস করে। ০.৫ ওয়াট স্ট্যান্ডবাই পাওয়ার কনজাম্পশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যমুনা এসিতে। তাই যমুনা ইনভার্টার এসি সাধারণ এসির তুলনায় ৭০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ী।

অন্যদিকে গ্রী ব্র্যান্ডের এসিতে আর৩২ গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া কোল্ড প্লাজমা প্রযুক্তি ব্যবহার করা হয়; যা অ্যালার্জেন ও দূষিত কণা ধ্বংস করে, যা শ্বাসকষ্ট ও অ্যালার্জির ঝুঁকি কমায়। গ্রী এসিতে টপ মাউন্টেড ফিল্টার ব্যবহার করা হচ্ছে, যা বাতাস থেকে ধুলা ও ক্ষতিকর কণা আলাদা করে, যা বিশেষভাবে শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য উপকারী। গ্রীর বিভিন্ন এসিতে ফোর-ওয়ে এয়ার সুইং ও থ্রিডি এয়ার ফ্লো প্রযুক্তি দেখা যায়। এই প্রযুক্তি বাতাসকে চারদিকে ছড়িয়ে দেয়, যাতে ঘরের প্রতিটি অংশ সমানভাবে ঠান্ডা হয়।

ওয়ালটন বিদ্যুৎ সাশ্রয়ী ৬ স্টার রেটিংসমৃদ্ধ এসি বাজারে ছেড়েছে, যা বিএসটিআই এবং বুয়েট কর্তৃক স্বীকৃত। ওয়ালটন এসিতে এখন ব্যবহৃত হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর-২৯০ এবং আর-৩২ গ্যাস। এর পাশাপাশি ওয়ালটন এসিতে রয়েছে ডিজিটাল ডিসপ্লে, অফলাইন বাংলা এবং ইংরেজি ভয়েস কন্ট্রোল, ব্লুটুথ কন্ট্রোল, এআই ডক্টর, কোটেক টেকনোলজি, স্মার্ট টেকনোলজি ইত্যাদি অসংখ্য প্রযুক্তি ও ফিচার।

ভিশন ইলেকট্রনিক্স স্থানীয় বাজারের জন্য উপযোগী ডিজাইনের এসি তৈরি করছে, যা দীর্ঘস্থায়ী ও কার্যকরী। পরিবেশবান্ধব প্রযুক্তি-আর৩২ গ্যাস এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল ফিল্টার বাতাস বিশুদ্ধ করে, যা দূষণের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেয়। উন্নত বিক্রয়োত্তর সেবা-দেশীয় ব্র্যান্ডগুলো সার্ভিসিং ও ওয়ারেন্টির ক্ষেত্রে আরও দ্রুত ও সহজ সেবা দিচ্ছে, যা ক্রেতাদের সন্তুষ্টি বৃদ্ধি করছে।

এলিট হাইটেক ইন্ডাস্ট্রি মিডিয়া ব্র্যান্ডের এসি বানায়। এলিট ব্র্যান্ডের এক, দেড়, দুই, আড়াই টন আবাসিক এসি, ডিহিউমিডিফায়ার, সেমি বা লাইট কমার্শিয়াল, ক্যাসেট টাইপ বা ডাক্ট টাইপ, ফ্লোর স্ট্যান্ডিং টাইপ, সিলিং টাইপ এসি বানায়। একই সঙ্গে তাদের বাণিজ্যিক এয়ারকন্ডিশনার ভিআরএফ এয়ারকন্ডিশনার আছে।

এছাড়া দেশি ব্র্যান্ডগুলো তাদের এসিতে কোল্ড প্লাজমা, এয়ার প্লাজমা, অটোক্লিন প্রযুক্তি ব্যবহার করে। যারা বিদ্যুৎ সাশ্রয় করতে চান, তারা ইকো মোড, স্মার্ট এনার্জি কন্ট্রোল প্রযুক্তির এসি বেছে নিতে পারেন। যারা দ্রুত কুলিং চান, তারা টার্বো মোড, ফাস্ট কুলিং প্রযুক্তির এসি কিনতে পারেন। যারা স্মার্ট নিয়ন্ত্রণ চান, তারা এআই প্রযুক্তিসহ বিভিন্ন এসি নিতে পারেন।

এসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম