জলমহাল নিয়ে বিরোধ
অষ্টগ্রামে বিএনপি নেতার ইটভাটায় হামলায় আহত ৭
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জলমহাল নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলমহাল ইজারাদার উপজেলা বিএনপির সহসভাপতির ইটভাটায় ও স্থাপনায় হামলা-ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে প্রতিপক্ষ। এতে অন্তত সাতজন আহত হন বলে জানা গেছে। এ সময় ওই বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন ও তার লোকজন সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। রোববার রাতে জসিম উদ্দিন বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে ১৫০ অজ্ঞাতসহ মোট ২১৩ জনকে আসামি করে মামলা করেছেন।
এর আগে রোববার সকালে অষ্টগ্রাম উপজেলার বাহাদুরপুর গ্রামে সবুরের খাল জলমহাল সংলগ্ন মেসার্স রিফাত ব্রিকসে হামলা ও ভাঙচুর চালানো হয়। মামলায় ওই বিএনপি নেতা উল্লেখ করেন, বাহাদুরপুর গ্রামের এখলাস ভূঁইয়া, মারুফ, যুবায়ের, কাউছার মল্লিক, তাবারক সুমন, আনু ও আশরাফের নেতৃত্বে ২-৩শ সশস্ত্র লোক ফাঁকা গুলি ছুড়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
হামলায় আহত প্রত্যক্ষদর্শী জনি মিয়া জানান, হামলাকারীদের আঘাতে কেনান মিয়া, বাপ্পি, জনি, ফারুক, শফিকুল, মাসুক মিয়াসহ অনেকেই আহত হন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জসিম উদ্দিন ২৩ দশমিক ৮৪ একর আয়তনের জলমহালটি ইউনিয়ন পরিষদের কাছ থেকে ইজারা নিয়েছেন। কিন্তু এলাকাবাসীর অনেকের দাবি, তিনি জলমহাল ইজারা নিয়ে সাধারণ মানুষের অতিরিক্ত শতাধিক একর জলাশয় ভোগদখলের পাঁয়তারা করছেন। আগ্নেয়াস্ত্র দিয়ে ফাঁকা গুলি ছোড়ার ঘটনাটি সত্য নয়।
