Logo
Logo
×

শেষ পাতা

চট্টগ্রামে শিপ হ্যান্ডলিং অফিসে তালা ঝুলিয়ে সন্ত্রাসী মহড়া

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে শিপ হ্যান্ডলিং অফিসে তালা ঝুলিয়ে সন্ত্রাসী মহড়া

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন অফিসে তালা লাগিয়ে সন্ত্রাসী মহড়া দিয়েছে অ্যাসোসিয়েশনের একটি ক্ষুদ্র পক্ষ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য উঠানো-নামানোর কাজে নিয়োজিত বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন (বিএসবিওএ) অফিসে তালা লাগিয়ে সন্ত্রাসী মহড়া দিয়েছে অ্যাসোসিয়েশনের একটি ক্ষুদ্র পক্ষ। বৃহস্পতিবার আগ্রাবাদ পুরাতন চেম্বার ভবনে অবস্থিত সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় অফিসে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। অ্যাসোসিয়েশনের নির্বাচন সামনে রেখে সংগঠনটি দখল এবং নির্বাচন বানচালের লক্ষ্যে বিএনপির নাম ভাঙিয়ে ওই পক্ষটি এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। এতে সংগঠনটির আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে; তেমনি বহির্নোঙরে পণ্য খালাসেও ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই মহলটি বন্দরকে অস্থিতিশীল করার জন্যই এমন পরিস্থিতি তৈরি করছে বলে অভিযোগ করা হয়েছে।

অ্যাসোসিয়েশনের নেতারা অভিযোগ করেছেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়া সমিতির কয়েকজন সদস্য বর্তমানে ‘ফ্যাসিস্টবিরোধী’ সেজেছেন। তারা বিএনপির ডবলমুরিং থানা ও ওয়ার্ড পর্যায়ের কিছু নেতাকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে অ্যাসোসিয়েশন দখল করতে চায়। সমিতির নেতারা এই অপকর্ম বন্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করে ইতোমধ্যে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন।

সূত্র অভিযোগ করেছে, পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি এমএ লতিফসহ আওয়ামী লীগ ও শেখ পরিবারের এমপি-মন্ত্রীরা প্রভাব খাটিয়ে ২৩টি শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটরস লাইসেন্স বাগিয়ে নিয়েছিলেন। তাদের রক্তচক্ষুকে ভয় না পেয়ে, নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম করে তাদের সেই লাইসেন্স ঠেকিয়ে দিয়েছিলেন বিএসবিওএ’র বর্তমান কমিটির নেতারা। বর্তমান চেয়ারম্যান রাসেল আহমেদ, সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়াসহ অ্যাসোসিয়েশনের নেতারা সেসব লাইসেন্স ঠেকিয়ে দিয়ে তৎকালীন সরকারের চক্ষুশূল হয়েছিলেন। আর যারা সে সময় ফ্যাসিস্টের পক্ষে ছিলেন তারাই এসে বর্তমানে সমিতির লোকজনকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অ্যাসোসিয়েশন দখলে উঠেপড়ে লেগেছেন। তারা সমিতি অফিসে তালা লাগানো ও সন্ত্রাসী মহড়ার নেপথ্যে সমিতির সদস্য মনজুর আলম, মশিউল আলম স্বপন, মোমিনসহ ৩-৪ জন সদস্যকে দায়ী করছেন। তারা সাবেক মেয়র আ জ ম নাছির, সাবেক এমপি এমএ লতিফসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সঙ্গে আঁতাত করে বিগত সময়ে ভালো ব্যবসা করেছেন বলে অভিযোগ করেন অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ভুঁইয়া। সংগঠনের ২৭ সদস্যের মধ্যে অন্তত ২৩ জন সদস্য বর্তমান কমিটির সঙ্গে আছেন বলেও দাবি করেন তিনি।

তালা মারা ও সন্ত্রাসী মহড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করে অ্যাসোসিয়েশনের সদস্য মশিউল আলম স্বপন শনিবার যুগান্তরকে বলেন, বর্তমানে যারা কমিটিতে আছেন তারাই সংগঠনের অফিস ২০-২৫ বছর ধরে দখল করে আছেন। ওই অফিসে তালা মারা বা সন্ত্রাসী মহড়া দেওয়ার অভিযোগ মিথ্যা। মূলত অ্যাসোসিয়েশনের নির্বাচনে আবারও ক্ষমতা কুক্ষিগত রাখতে বর্তমান কমিটির নেতারা অপপ্রচার ও কৌশলের আশ্রয় নিয়েছেন। নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এই নেতা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে থেকে অতীতে যারা সুবিধা নিয়েছেন তারা যদি বর্তমানেও সুবিধা নেন এবং অতীতের বঞ্চিত ও নির্যাতিতদের ওপর খবরদারি করেন, হুমকি-ধমকি দেন এটা তো মানা যায় না।

বিএসবিওএ নির্বাচনে ১২ পদে আগামী ২০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে শিডিউল ঘোষণা করেছে নির্বাচনি বোর্ড। ইতোমধ্যে ১২টি পদে ১৭টি মনোনয়নপত্র জমা হয়েছে। আজ রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের তারিখ ধার্য রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম