মীরসরাইয়ের ওসিকে জামায়াত প্রার্থী
‘গোয়েন্দা টিম গঠন করেন আমি লোক সাপ্লাই দেব’
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ করে চট্টগ্রাম-১ আসনে (মীরসরাই) জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুর রহমান বলেছেন, ‘আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে যদি সহকারী হিসাবে সহায়ক পুলিশ লাগবে বলে মনে করেন-আমি শিগগিরই শিবির-জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন, গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন-আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।’ ২০ নভেম্বর বিকালে মীরসরাই থানায় বসে জামায়াত নেতা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানকে এসব কথা বলেন। এ কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মীরসরাইয়ে ডাকাতি বন্ধের বিষয়ে কথা বলতে গিয়ে জামায়াতের প্রার্থী সাইফুর ওসিকে বলেন, ‘এই যে মীরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দু-একটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করত অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে।’ কার্যকরী উদ্যোগ নিলে ওসির পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘... আপনারা কী কাজ করেন, আপনাদের টিমটা কোথায়-এ সামগ্রিক বিষয়ে আসলে আপনার একটু বক্তব্য আসা দরকার। আমরা সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাই। এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না। উলটো আমাদের ডাকাত হিসাবে ওরা চিহ্নিত করে ফেলবে।’
ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন-আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে। আমি সরাসরি যুক্ত থাকব। মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেব।’
ওসির সঙ্গে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে সাইফুর রহমান বলেন, ‘পুলিশের সঙ্গে আমার বলা কথাগুলো আগে-পরে কেটেছেঁটে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী প্রচার করছে। আমি মনে করি-যারা কথা বিকৃত করে প্রচার করছে-তারা ডাকাতদের সহযোগী। যে কয়েকটি আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো ছড়াচ্ছে-আমি তাদের বিরুদ্ধে মামলা করব।’
ওসি আতিকুর রহমানের বক্তব্য জানতে তাকে ফোনে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। তবে পুলিশের সঙ্গে কেউ এরকম আচরণ করতে পারেন না। কেউ ওভাবে কথা বলতে পারেন না।
