Logo
Logo
×

শেষ পাতা

তালেব মন্ডলের সঙ্গে ভিডিও ভাইরাল

কে এই তুষার মন্ডল

বিএনপি-জামায়াতের পালটাপালটি মামলা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কে এই তুষার মন্ডল

পাবনার ঈশ্বরদীতে জামায়াতের জেলা আমির ও এমপি প্রার্থী আবু তালেব মন্ডলের সঙ্গে নির্বাচনি প্রচারে তুষার (গোল চিহ্ন) -যুগান্তর

পাবনার ঈশ্বরদীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষের ঘটনায় আলোচিত নাম তুষার মন্ডল। সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে গুলি ছোড়ার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিএনপি বলছে, তিনি জামায়াতের কর্মী। অন্যদিকে জামায়াতের দাবি, তুষার মন্ডল বিএনপির কর্মী। তবে যুগান্তরের অনুসন্ধানে তার পরিচয় মিলেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সংঘর্ষের ঘটনায় ঈশ্বরদী থানায় শনিবার বিএনপি ও জামায়াত পালটাপালটি মামলা করেছে। দুই মামলায় ৭০ জনের নাম উল্লেখসহ প্রায় ৩৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে রাজশাহী অঞ্চলে অপরাধ দমনে ‘অপারেশন ফার্স্ট লাইট’ নামে চলা অভিযানে পাবনা ও নাটোর থেকে ৭২ জনকে আটক করা হয়েছে। জানা গেছে, আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবকের বাড়ি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়ায়। তিনি ওই এলাকার তাহের মন্ডলের ছেলে। পাবনা-৪ আসনে জামায়াতের প্রার্থী ও জেলা আমির আবু তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের অন্যতম সহচর ও জামায়াতের সক্রিয় কর্মী তিনি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন।

এদিকে শনিবার আবু তালেব মন্ডলের নির্বাচনি প্রচার মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তুষারকে আবু তালেব মন্ডল ও মামুনের সঙ্গে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে ভিডিওটি প্রযুক্তির মাধ্যমে তৈরি দাবি করে আবু তালেব মন্ডল যুগান্তরকে বলেন, আমাদের বিএনপির ভাইয়েরা কখন কার সঙ্গে কার ছবি যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন, তারাই ভালো বলতে পারবেন। আমি ওকে (তুষার মন্ডল) চিনি না। শনিবার পাবনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা-৪ আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, আবু তালেব মন্ডলের গাড়ি থেকে অস্ত্রধারী তুষার নেমে বিএনপির নেতাকর্মীদের উপর গুলি চালায়। পরে একই গাড়িতে করেই দ্রুত স্থান ত্যাগ করে। তিনি আরও বলেন, অস্ত্রধারী তুষারের বাড়ি আবু তালেব মন্ডলের বাড়ির পাশে। তিনি তালেব মন্ডলের ভাতিজা মামুন মন্ডলের সহযোগী। বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ মোড়ে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় আবু তালেব মন্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। 

জামায়াতের বিক্ষোভ-সমাবেশ : নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী উপজেলা জামায়াতের আয়োজনে রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সভাপতি ড. নুরুজ্জামান প্রামাণিক। 

আটক ৭২ : রাজশাহী ব্যুরো জানায়, ওই সংঘর্ষের পর পুরো অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে ঈশ্বরদী ছাড়াও নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলায় অভিযান চলে। এতে ৭২ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। রাজশাহী অঞ্চলে অপরাধ দমনে পুলিশ ৯ নভেম্বর থেকে বিশেষ অভিযানে নেমেছে। এর নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। ডিআইজি জানিয়েছেন, গ্রেফতারদের মধ্যে দুজন সর্বহারা গোষ্ঠীর সদস্য, একজন ডাকাতদলের সদস্য, অস্ত্রধারীর সহযোগী ও নিয়মিত মামলার আসামি ২০ জন, মাদক মামলার চারজন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৩ জন। এছাড়া সন্দেহভাজন হিসাবে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র, তিনটি দেশীয় অস্ত্র, এক কেজি ১০০ গ্রাম গাঁজা ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

বিএনপি ও জামায়াতের পালটাপালটি মামলা : ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ঈশ্বরদী থানায় শনিবার রাতে উপজেলার সাহাপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মক্কেল আলী মৃধার ছেলে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাঁধন হাসান হালিম বাদী হয়ে জামায়াত নেতা আবু তালেব মন্ডলকে প্রধান আসামি করে ৩২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। আর জামায়াতে ইসলামীর পক্ষে মামলা করেছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম। বিএনপির সাহাপুর কৃষক দলের সভাপতি মক্কেল মৃধাকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করে তিনি মামলা করেছেন। এদিকে, বিএনপি-জামায়াতের মামলার ঘটনায় দুই দল পালটাপালটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম