Logo
Logo
×

শেষ পাতা

পাঁচলাইশে নির্মাণাধীন ভবনে গুলি

বড় সাজ্জাদের নামে ৮০ লাখ টাকা চাঁদা দাবি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বড় সাজ্জাদের নামে ৮০ লাখ টাকা চাঁদা দাবি

চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে প্রবেশ করে দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে সন্ত্রাসীদের গুলি। পাঁচলাইশ থানার মুরাদপুর-অক্সিজেন সড়কের হামজারবাগ এলাকায় -সংগৃহীত

চট্টগ্রামের পাঁচলাইশে দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নামে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন ভবনে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। ১৪ ডিসেম্বর পাঁচলাইশ থানার মুরাদপুর-অক্সিজেন সড়কের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

এ গুলিবর্ষণের ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। একই রাতে পাশের বায়েজিদ বোস্তামি থানার উত্তর কুলগাঁও এলাকায় ছাত্রদল নেতা আহমেদ রেজার বাড়ির সামনে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। সীমানা দেওয়াল নির্মাণে ৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় চার সন্ত্রাসী মধ্যরাতে ফাঁকা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে।

জানা গেছে, ভারতে পলাতক বড় সাজ্জাদ আলীর অনুসারী পরিচয়ে সন্ত্রাসীরা এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে।

সূত্র জানায়, ভবন মালিক মিজান ও জসিমের কাছে সাজ্জাদ আলীর নামে ৮০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ভিডিওতে দেখা যায়-হামজারবাগ এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করছেন শ্রমিকরা। এ সময় তিন যুবক সেখানে প্রবেশ করে। দুজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়লে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দৌড়ে নিরাপদ স্থানে সরে যান। এরপর সন্ত্রাসীরা ব্যস্ত সড়ক পার হয়ে পালিয়ে যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করে সন্ত্রাসীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম