Logo
Logo
×

শেষ পাতা

শিক্ষা উপমন্ত্রীর ক্ষোভ

মাউশির টিসু বক্সে বঙ্গবন্ধুর ছবি, তোলপাড়

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মাউশির টিসু বক্সে বঙ্গবন্ধুর ছবি, তোলপাড়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ জন্মশতবার্ষিকীর লোগো টিসু বক্সে ছেপেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। খোদ শিক্ষাউপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নিজের ফেসবুক পেজে এ নিয়ে কড়া মন্তব্য করেছেন।

এসএমএস টেকনোলজিস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই টিসু বক্স মাউশিতে সরবরাহ করে। বাজারে প্রতিটি টিসু বক্সের সর্বোচ্চ খুচরা মূল্য ৪৫ টাকা হলেও এটির দাম ধরা হয়েছে ৫৬ টাকা। সাদা রঙের বক্সটির খাড়া অংশের একপাশে মাউশির লোগো ও নাম এবং আরেক দিকে জাতির জনকের লোগো স্থান পেয়েছে। জানা গেছে, সংস্থার প্রকিউরমেন্ট বিভাগ বক্সটি কেনার আদেশ দিয়েছে। গ্রহণের দায়িত্ব প্রশাসন শাখার।

বিষয়টি নজরে গেলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী। তিনি লিখেছেন, ‘মুজিববর্ষের  লোগো অনাকাঙ্ক্ষিতভাবে যত্রতত্র প্রিন্ট করার একটি ঘটনা যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ইতিমধ্যে এই প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পেছনে কে, সেটি জানাতে বলেছি।

পরিকল্পিতভাবে এই কাজ করা হয়ে থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে। আমাদের সমাজ, প্রশাসন, রাজনৈতিক পরিমণ্ডলের সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নেই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! এরা চাইবে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে।

এই চ্যালেঞ্জটি আমাদের আছেই। এই বিশাল প্রশাসনের কোথায় কে কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে। সকলের অবগতির জন্য জানাচ্ছি মুজিববর্ষের আনুষ্ঠানিকতা, কার্যক্রম, দিকনির্দেশনার জন্য একটি জাতীয় বাস্তবায়ন কমিটি আছে।

এর প্রধান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই কমিটির নির্দেশিত কাজের বাইরে কিছু করতে চাইলে আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুস্থ, গৃহহীন, পিছিয়েপড়া জনগোষ্ঠীর জন্য কল্যাণমূলক কিছু করতে, যেমন তাদের জন্য গৃহনির্মাণ। এতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় তার সাধারণ মানুষের জন্য যেই সমান অধিকারের দেশ তিনি রেখে যেতে চেয়েছিলেন, তা বাস্তবায়নের পথে আমরা অনেক দূর এগুতে পারব।

সুতরাং অতিউৎসাহীরা সাবধান!’ জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. এসএম গোলাম ফারুক যুগান্তরকে বলেন, সিগারেটের বক্সসহ কিছু আইটেম বাদে সব ধরনের স্টেশনারিতে মুজিব জন্মশতবার্ষিকীর লোগো ব্যবহারের একটি সার্কুলার আছে। হয়তো সে কারণে এই লোগো ছাপানো হয়েছে।

তিনি সরবরাহকারীর প্রতি ইঙ্গিত করে বলেন, মাউশির এ সংক্রান্ত দরপত্রের আদেশে ছবি বা লোগো জুড়ে দেয়ার কথা উল্লেখ নেই। কিন্তু এটি ছাপানো হয়েছে। এর দায়দায়িত্ব নিরূপণ করা হবে। আমি চাঁদপুরে থাকায় কমিটি গঠন করতে পারিনি। উল্লেখ্য, চাঁদপুরে একটি বেসরকারি কলেজের এক অনুষ্ঠান দেখতে গেছেন মহাপরিচালক। কলেজটির অধ্যক্ষকে নিয়ে শিক্ষা ক্যাডারে নানা সমালোচনা আছে।

 

বঙ্গবন্ধুর ছবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম