Logo
Logo
×

শেষ পাতা

দায়িত্ব নিলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী কিশিদা

শেখ হাসিনার অভিনন্দন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দায়িত্ব নিলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী কিশিদা

ফুমিও কিশিদা আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন। তিনি পদত্যাগকারী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হয়েছেন। সুগা এক বছর দায়িত্ব পালন করেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

গত সপ্তাহে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌড়ে তিন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে দলীয় প্রধান হন কিশিদা (৬৪)।

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সোমবার কোনো বাধা ছাড়াই তার প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী। খবর বিবিসির।

জাপানের আইনসভার দুটি কক্ষেই সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতার পর আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। ২০২০ সালে জাপানের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন সদ্যবিদায়ি ইয়োশিহিদা সুগা।

তবে জনগণ ও দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে চলতি বছর জাপানে অলিম্পিক আয়োজনের অনুমতি দিয়ে বিপাকে পড়েন তিনি। গত এক-দেড় মাস ধরে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে জাপানে।

এ পরিস্থিতিতে অলিম্পিক আয়োজনের অনুমতি দেওয়া স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ করেছে জাপানের রাজনৈতিক মহল ও জনগণের বিশাল অংশকে। সরকারি-বেসরকারি বেশ কয়েকটি জরিপে সেই ক্ষোভের আলামত দেখা গেছে।

সাম্প্রতিক সেসব জরিপে দেখা গেছে, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের জনপ্রিয়তা ব্যাপকভাবে নেমে গেছে। আর তাই দলের জনপ্রিয়তা হ্রাসের দায় মাথায় নিয়ে দেশের প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন সুগা।

এখন প্রধানমন্ত্রী হিসাবে মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে কিশিদাকে। পাশাপাশি সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া তার অন্যতম মিশন হবে বলে জানিয়েছে বিবিসি।

জাপানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই কিশিদা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করবেন জানিয়ে ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন।

শেখ হাসিনার অভিনন্দন : বাসস জানায়, জাপানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিশিদাকে পাঠানো এক বার্তায় তিনি অভিনন্দন জানান।

বার্তায় শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী হিসাবে আপনাকে নির্বাচিত করার অর্থ হলো আপনার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের প্রতি জাপানের জনগণের বিশ্বাস ও আস্থার বহিঃপ্রকাশ।

প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে। আমরা গভীর আগ্রহ নিয়ে আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অপেক্ষায় রয়েছি।

বার্তায় শেখ হাসিনা কোভিড-১৯ মহামারি চলাকালে জাপান সরকার ও জনগণের সাহায্য-সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করেন।
 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম