Logo
Logo
×

শেষ পাতা

ছাত্রদলের ২৬০ সদস্যের কমিটি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ২৬০ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এরআগে গত ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করা হয়। প্রায় সাড়ে তিন মাস পর রাকিব-নাছিরের নেতৃত্বে আংশিক পূর্ণাঙ্গ কমিটি পেল কেন্দ্রীয় ছাত্রদল। তবে সংগঠনটির নেতাদের অভিযোগ জ্যেষ্ঠতার ভিত্তিতে বর্তমান কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে রয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া। সহ-সভাপতি পদে রয়েছেন জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ, রিয়াদউর রহমান, খোরশেদ আলম সোহেল, শাকির আহমেদ, এমএম মুসা, এইচএম আবু জাফর, শাফি ইসলাম, সোহেল রানা, শাহজাহান শাওনসহ ৪০ জন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, সালেহ মো. আদনান, মাসুদুর রহমান মাসুদ, মওদুদ আহমেদ, হাসানুর রহমান হাসান, মোস্তাফিজুর রহমান রুবেলসহ ১১০ জন। যুগ্ম সাধারণ সম্পাদকের আরও একটি পদ শূন্য রাখা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন শফিকুল ইসলাম শফিক, আ.হ. মুহাম্মদ খোকন, সাইফুল ইসলাম, আবিদ কামাল, শামীম হোসেন, রাশেদুজ্জামান তুফান, ইব্রাহিম খলিল বিপ্লব, মোহাম্মদ জাফর উল্লাহ, বাইজিদ শ্রাবণ, রাসেল মোল্লাসহ ৫৪ জন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. আমানউল্লাহ আমান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন জাহাঙ্গীর আলম জনি, সখিদার মো. জহুরুল ইসলাম ছনি, নুরুজ্জামান রাসেল, মিজানুর রহমান রনি, মেহেদী হাসান নিশানসহ ৩০ জন। সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক পদে রয়েছেন জাহাঙ্গীর আলম। সহ-দপ্তর সম্পাদকের দুটি পদ শূন্য রাখা হয়েছে। প্রচার সম্পাদক পদে রয়েছেন শরীফ প্রধান শুভ (যুগ্ম সাধারণ সম্পাদক পদর্মযাদা)। এছাড়া সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, তথ্য ও গবষেণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, সমাজসেবা সম্পাদক মো. মাহাফুজুর রহমান, ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দীন খান সৈকত, আইন সম্পাদক মো সাজ্জাদ হোসেন সবুজ (সহ-সভাপতি পদর্মযাদা), সহ-আইন সম্পাদক পদে এইচএম জাহিদুল ইসলাম, জয়নাল আবেদীন পলাশ, মো. আল আমিন ও রফিকুল ইসলাম হিমেল। যোগাযোগ সম্পাদক আরিফুর হাসান আরিফ, পাঠাগার সম্পাদক মো. তোহিদুল ইসলাম, ছাত্রবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নাসরিন, সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক সুলতানা আক্তার মীম, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সাদিকা তামান্না রেমি, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আহমেদ কামরান রাশেদ, সহ-সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোস্তাছিম বিল্লাহ অপু রয়েছেন।

এদিকে পৃথক বিজ্ঞপ্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান (শাহীন), সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল দেওয়ান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাইদ, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সভাপতি ইব্রাহিম হোসেন বিপ্লবকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি পদমর্যাদা দেওয়া হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার (বিন্দু), ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সরকারি বাংলা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন সোহাগকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদে যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ১লা মার্চ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেয় বিএনপি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম