ঢাকা ও কুষ্টিয়ার মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর রামপুরা ও কুষ্টিয়ার মিরপুরে ২ যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। রামপুরায় বৃহস্পতিবার তুচ্ছ বিষয় নিয়ে রিকশাচালক নাজমুল মোল্লাকে (২৫) মারধর করে কয়েকজন প্রতিবেশী। চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। অন্যদিকে শনিবার রাতে মিরপুরে চোর সন্দেহে জাহাঙ্গীর (২৭) নামে এক যুবককে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ জানায়, রিকশাচালক নাজমুল গোপালগঞ্জ সদরের তেগাড়ীয়া গ্রামের আব্দুস কুদ্দুস মোল্লার ছেলে। তিনি খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
নাজমুলের ভাগনে আশরাফুল জানান, তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাত ৮টায় প্রতিবেশী কয়েকজন ভাড়াটিয়া নাজমুলকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাকে উদ্ধার করে প্রথমে মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নাজমুলের স্ত্রী জেসমিন আক্তার জানান, ভাড়াটিয়া হানিফ সরকার আমাকে খারাপ ভাষায় কথা বললে নাজমুল এর প্রতিবাদ করেন। এ সময় হানিফ সরকার, অপর ভাড়াটিয়া রতন ও তার স্ত্রী তাসলিমা বেগম নাজমুলকে মারধর করে।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার রাতে এজাহারনামীয় প্রধান আসামি হানিফ সরকার ও তাসলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আব্দুল মালেকের ছেলে। শনিবার রাতে মিরপুরের আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল এলাকার আমিরুলের বাড়িতে চুরি করতে ঢোকে কয়েকজন যুবক। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া দিলে কয়েকজন পালিয়ে যায়। জাহাঙ্গীরকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল বলেন, রাতেই স্থানীয়রা আমাকে ফোন করে চোরকে গণপিটুনি দেওয়া হচ্ছে বলে জানায়। পরে শুনি ওই যুবকের মৃত্যু হয়েছে।
মিরপুর থানার ওসি আবদুল আজিজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
