Logo
Logo
×

শেষ পাতা

জুলাই গণহত্যা

বিচার বানচালে বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিচার বানচালে বিনিয়োগের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্টের গণহত্যায় ট্রাইব্যুনালের বিচার বানচাল করতে পতিত সরকারের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। একই সঙ্গে চিহ্নিত করা হয়েছে নেপথ্যের কুশীলবদের। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম যুগান্তরকে বলেন, বিচার বানচাল নিয়ে দুপুরে আমি কথা বলেছি। আপাতত বিস্তারিত বলতে চাচ্ছি না। পরে কথা বলব। এর আগে বুধবার চিফ প্রসিকিউটর জানান, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। তারও আগে ২৭ মার্চ চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ৫ আগস্ট চানখাঁরপুলে পাঁচজনকে গুলিতে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের খসড়া প্রসিকিউশনের হাতে এসেছে। ঈদের পর ট্রাইব্যুনালে ওই প্রতিবেদন দাখিল করা হবে।

৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে চানখাঁরপুলে পুলিশের গুলিতে নিহত হয় আনাস। আনাস দশম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় ২ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়।

চিফ প্রসিকিউটর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম