Logo
Logo
×

শেষ পাতা

শতকোটি টাকা দুর্নীতি

আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসিফ মাহমুদের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন। ছবি সংগৃহীত

অনিয়ম-দুর্নীতি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শতকোটি টাকা অর্জনের অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের অনুসন্ধান দলের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ শেষে আরও যাচাই-বাছাইয়ের স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়েছে।

দুদক জানায়, মোয়াজ্জেম হোসেন এপিএস থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে শতকোটি টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর প্রকাশ্যে অনুসন্ধানে টিম গঠন করে দুদক। তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে বৃহস্পতিবার তিনি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন। বিভিন্ন অনিয়মের অভিযোগ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমিসহ অন্য কর্মকর্তারা।

দুদকের কাছে তথ্য রয়েছে-আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার বেশ কিছুদিন পর সরকারি সফরের বাইরে ব্যক্তিগতভাবে মোয়াজ্জেমকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ভ্রমণ করেন। বিষয়টি যাচাই-বাছাই করে ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন দুদক কর্মকর্তারা।

এর আগে মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ওঠা নানা রকম দুর্নীতির খবর গণমাধ্যমে প্রচারিত হলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস পদ থেকে অব্যাহতি দিয়ে ২১ এপ্রিল প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের খবর বিভিন্ন গণমাধ্যমের অনলাইন সংস্করণে প্রকাশ পাওয়ার পরই তা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের নিউজ কার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তা রীতিমতো ভাইরাল হয়।

আদালতেরও নিষেধাজ্ঞা : এদিকে, আদালতও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। পাশাপাশি এনআইডি ব্লক করার আদেশও দেওয়া হয়েছে।

শনিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান। আবেদনটি করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি।

মোয়াজ্জেম হোসেন এপিএস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম